করতেন ড্রাইভারের চাকরি, বিশ্বকাপে একা হাতেই বাংলাদেশকে নাকানিচোবানি খাওয়ালেন এই স্কটিশ ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্কঃ মরুদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযুদ্ধ শুরুর প্রথম দিনেই ঘটে গিয়েছে এক বড় অঘটন। অনভিজ্ঞ স্কটল্যান্ডের সামনে লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। কার্যত বাছাইপর্বে যে দুটি দলকে সবচেয়ে বড় দাবীদার হিসেবে ধরা হয়েছিল তারা হল শ্রীলংকা এবং বাংলাদেশ। কারণ দীর্ঘদিনের খেলার ইতিহাস রয়েছে এই দুই দেশের। অন্যদিকে সেই অর্থে দেখতে গেলে একেবারেই অনভিজ্ঞ স্কটল্যান্ড।

কিন্তু কাল খেলার মাঠে সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহদের মত রথী-মহারথীদের পরাস্ত করেছে স্কটল্যান্ডের এই তরুণ প্রতিভারাই। ক্রিকেট যে কতখানি অনিশ্চয়তার খেলা রবিবার দুবাইতে তা আরও একবার প্রমান হয়ে গিয়েছে। যদিও গতকাল শুরুটা মোটেই ভালো হয়নি স্কটল্যান্ড দলের। মাত্র ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো বিপদে পড়ে গিয়েছিল তারা। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে দলের নতুন নায়ক হয়ে ওঠেন ক্রিস গ্রীভস।

মাত্র ২৮ বলে ৪ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৪৫ রানের যে ইনিংস খেলেন তিনি কার্যত তার দৌলতেই ১৪০ লড়াকু স্কোরে পৌঁছায় স্কটল্যান্ড। ম্যাচ শেষে অধিনায়ক কাইল কোটজার জানিয়েছেন, এই পর্যায় পর্যন্ত পৌঁছাতে লড়াইটা মোটেই সহজ ছিল না গ্রীভসের জন্য। এর আগে তিনি অ্যামাজন কোম্পানিতে ড্রাইভারের কাজ করতেন। আর সাথে সাথেই খেলতেন ক্রিকেটও।

images 2021 10 18T131227.434

কিন্তু পরবর্তী ক্ষেত্রে ক্রিকেটের জন্য নিজের চাকরিও ছেড়ে দিতে হয় ক্রিস গ্রীভসকে। সর্বক্ষণের জন্য ক্রিকেটকেই নিজের পেশা হিসেবে বেছে নেন তিনি। আর তার এই ত্যাগই আজ তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। এখন সারাবিশ্বের সকলেই জেনে গিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যানকে। জানিয়ে রাখি, বোর্ডে মাত্র ১৪০ রান থাকলেও দিনটা তাড়া করতে নেমে রীতিমতো নাকানি-চোবানি খেতে হয় বাংলা টাইগার্সকে। ৩৮ রান করে কিছুটা লড়াই দেবার চেষ্টা করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু শেষ পর্যন্ত ১৩৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলত ৬ রানে লজ্জার হার হয় বাংলাদেশের।

 

Abhirup Das

সম্পর্কিত খবর