বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের অন্যতম একটি কঠিন পরীক্ষা হল UPSC (Union Public Service Commission)। প্রতি বছর কয়েক লক্ষ প্রার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। যদিও, তাঁদের মধ্যে মাত্র কিছু সংখ্যক প্রার্থীই সফল হন। অনেকে প্রথম প্রচেষ্টাতেই এই পরীক্ষায় সফলতা হাসিল করলেও আবার কেউ কেউ একাধিকবার এই পরীক্ষায় অংশ নিলেও বারংবার ব্যর্থ হন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একজনের প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁর বিষয়ে জানলে অবাক হবেন আপনিও।
জানা গিয়েছে, দীর্ঘ ১১ বছর ধরে UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বিহারের গোপালগঞ্জের বাসিন্দা হরেন্দ্র পান্ডে। পাশাপাশি, পাঁচবার তিনি পরীক্ষাতেও বসেন। যদিও, প্রতিবারই ব্যর্থ হন তিনি। এমনকি, ওই প্রস্তুতি নিতে গিয়ে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে যায় তাঁর। এমতাবস্থায়, তিনি তাঁর লক্ষ্য পূরণের জন্য এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি, তাঁর একটি সাক্ষাৎকারের ভিডিও ইউটিউবে আপলোড করেছেন এক ব্লগার।
যেই ভিডিওটিতে তিনি তাঁর জীবনের নানান দিক তুলে ধরেন। পাশাপাশি, বন্ধুরা এবং তাঁর বান্ধবী সফলতা পাওয়ার পরেও নিজে ব্যর্থতার সম্মুখীন হয়ে হাসিমুখে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়াও, ওই ভাইরাল ভিডিওটিতে হরেন্দ্র জানিয়েছেন যে, তাঁর একজন বান্ধবী ছিল যিনি এখন IAS অফিসার হয়ে গিয়েছেন। হরেন্দ্র পান্ডে বলেন, সফল হওয়ার পর মানুষের মন বদলে যায়। এমতাবস্থায়, তাঁর বান্ধবী IAS অফিসার হওয়ার করার পরে নিজের নম্বর পরিবর্তন করে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেন বলেও জানিয়েছেন তিনি।
তারপর থেকেই আর তাঁর সাথে আর কথা হয়নি হরেন্দ্রর। পাশাপাশি, তিনি আরও জানান, ৪ টি পরীক্ষা তিনি দুর্দান্তভাবে দিলেও তাঁর ভাগ্য তাঁকে সমর্থন করেনি। ২০১১ সালে UPSC-র প্রস্তুতি নিতে তিনি দিল্লি আসেন বলে গিয়েছে। এছাড়াও, ওই ভিডিওটিতে UPSC প্রস্তুতির সময় তাঁর ভুলগুলি সম্পর্কেও বিশদভাবে কথা বলেছেন হরেন্দ্র।
এদিকে, বারংবার ব্যর্থতার সম্মুখীন হয়েও হরেন্দ্র যেভাবে লড়ে যাচ্ছেন এবং নিজের ভুলগুলিকেও স্বীকার করছেন তা দেখে তাঁর সাহস এবং সততার প্রশংসা করছেন সবাই। এই প্রসঙ্গে হরেন্দ্র বলেন, “সফল হওয়ার পর দুনিয়া বদলে যায়। অসফলতা হল সেই পাপ, যেটিকে কেউ ক্ষমা করতে পারেন না।” এমতাবস্থায়, এই ভিডিওটি দেখতে পাল্লা দিয়ে ভিড় বাড়াচ্ছেন দর্শকেরা। ইতিমধ্যেই ৮ লক্ষ ৩০ হাজারেও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। “Shivam Divakar” নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশিত হয়েছে।