বাংলা হান্ট ডেস্কঃ লড়াই করার জন্য অদম্য জেদ, ইচ্ছাশক্তি আর অধ্যাবসায় থাকলে অসম্ভবকে সম্ভব করা কোন বড় বিষয় নয়। এর আগে একাধিক ভারতীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন, আজ যার কথা বলব তিনিও জীবন শুরু করেছিলেন চরম দারিদ্র্যের মধ্যে, কিন্তু আজ তার প্রতিদিনের আয় ১৫৩ কোটি টাকা। শুধু তাই নয় বিশ্বের সবথেকে ধনী ১০ ভারতীয় তালিকাতেও রয়েছেন তিনি। এই ব্যক্তির নাম জয় চৌধুরী।
ZScaler এর প্রতিষ্ঠাতা জয় চৌধুরীর সফলতার গল্প, কোনও রূপকথার থেকে কম কিছু নয়। হিমাচল প্রদেশের ছোট্ট গ্রাম পানোহ-তে তার জন্ম। বাবা ছিলেন এক দরিদ্র কৃষক, ছোটবেলায় বাড়ির বাইরে গাছের তলায় বসেই পড়াশোনা করতেন জয় চৌধুরী। কিন্তু তার অসামান্য উদ্যমের কারনে এই দারিদ্র্যকে কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি তার। জয় চৌধুরী IIT-BHU (বারাণসী) এর প্রাক্তন ছাত্র। সেখানে তিনি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব টেকনোলজি ডিগ্রী লাভ করেন তিনি।
এরপর প্রায় ২৫ বছরের চাকরি জীবন, বিভিন্ন সময়ে তিনি IBM, Unisys এবং IQ সফটওয়্যারে কাজ করেছেন। জয় এবং তার স্ত্রী জ্যোতি যখন মোটা মাইনের চাকরি ছেড়ে স্টার্টআপ শুরু করার কথা চিন্তা করেন তখন কার্যত অবাক হয়েছিলেন অনেকেই। কারণ সেটা ছিল ১৯৯৬ সাল, সে সময় চাকরি ছেড়ে নতুন স্টার্টআপ তৈরি করা ছিল বিরাট বড় ঝুঁকি। কিন্তু Zscaler-এর আগেও একের পর এক বড় কোম্পানি গড়ে তুলেছেন জয় চৌধুরী। তার তৈরি এয়ার ডিফেন্স পরবর্তী ক্ষেত্রে মটোরোলার অন্তর্ভুক্ত হয়, এছাড়া সিফার ট্রাস্ট কোম্পানি সিকিউর কম্পিউটিং এর সাথে একীভূত হয়েছে। কার্যত একের পর এক কোম্পানি গড়ে তুলে তা মোটা টাকায় বড় কোম্পানির কাছে বিক্রি করে দিতেন জয় চৌধুরী।
এরপর শুরু হয় Zscaler, শুরুর দিকে অবশ্য এই কোম্পানির চলার পথ ততখানি সহজ ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমেরিকার একের পর এক বড় কম্পানিতে সাইবার হামলা এবং হ্যাকিং শুরু হয়, তখন নিরাপত্তার’ প্রয়োজনীয়তা অনুধাবন করতে শুরু করেন সকলেই আর সেই থেকেই শুরু হয়ে Zscaler-এর জয়যাত্রা। এখনও এই কোম্পানিতে ৪২% অংশীদার জয় চৌধুরী। এই মুহূর্তে তার সম্পদের পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। ২০২১ সালেই আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট তাকে বিশ্বের দশম ধনী ভারতীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে।