বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে স্যশাল মিডিয়ায় এক মিষ্টি বন্ধুত্বের ভাইরাল ভিডিও (viral video) দেখা যাচ্ছে। যা দেখতে কিছুটা অবাস্তব মনে হলেও, বাস্তবে কিন্তু তাই হয়েছে। এক সিংহ (lion) এবং এক হাঁসের (duck) মধ্যেকার এক মিষ্টি বন্ধুত্বের ভিডিও। অনেকেই ভাবতে পারেন, সিংহ আর হাঁসের মধ্যে বন্ধুত্ব হবে কি করে? এখানে নিশ্চয়ই টেকনোলজির কিছু কারসাজি রয়েছে! আজ্ঞে না, গোটা ভিডিওটাই একদম সত্য।
কাজের ফাঁকে কিছুটা আরামের মুহূর্তে এখন মোবাইল হাতে নিয়ে নিউজ ফিড হোক কিংবা স্যোশাল মিডিয়া, মানুষের চোখ কিন্তু খুঁজে বেড়ায় ভাইরাল ভিডিও। যা মানুষের ক্লান্তিকর জীবনের মধ্যে মুখে হাসি ফুটিয়ে দেয়। একাধারে বলতে গেলে এখন বিনোদনের জগতে মানুষের অন্যতম প্রধান পছন্দের হচ্ছে ভাইরাল ভিডি।
আসুন আগেই দেখে নেওয়া যাক, সিংহ এবং হাঁসের কেমন বন্ধুত্বের ভিডিও ভাইরাল হয়েছে।
How many of you had thought that such large carnivores has a soft heart?
They are wild. But not savages. Respect & adore them. They kill to survive & only when provoked. pic.twitter.com/RwoJ1z1Hjc
— Susanta Nanda (@susantananda3) March 25, 2021
ভিডিওতে দেখা যাচ্ছে, এক জলাশয়ে একটি হাঁস সাঁতার কাটছে। পাড়ে দাঁড়িয়ে থাকা এক সিংহ, জলের মধ্যে হাঁসকে দেখে এগিয়ে যায়। এরপর স্বাভাবিক ভাবেই সকলের মনে একটাই ধারণার জন্ম নেয়- সিংহ বুঝি এবার হাঁসটাকে তুলে মেরে খেয়ে নেবে। এটাই স্বাভাবিক।
কিন্তু না ঠিক তার উল্টোটাই ঘটল। হাঁসকে মেরে খাওয়ার বদলে দেখা গেল উল্টে হাঁসটাকে সাহায্য করতে এগিয়ে গেল সিংহ। প্রথমে হাত বাড়িয়ে হাঁসটাকে উঠতে সাহায্য করে সিংহ বাবাজি। কিন্তু হাঁস যখন না উঠে আবারও জলের মধ্যে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, তখন তাঁর পিঠ চাপড়ে দেয় সিংহ। স্যোশাল মিডিয়ায় খাদ্য খাদকের এই মিষ্টি দৃশ্যের ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।