বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরে বঙ্গে বারংবার আবাস যোজনার তালিকায় প্রকাশ্যে উঠে আসছে শাসক দলের নেতার নাম। হেভিওয়েট নেতা, পেল্লাই পেল্লাই ইমারত থাকার পরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকায় জ্বলজ্বল করছে তাদের নাম। এবার সেই ইস্যু নিয়েই চাঞ্চল্যকর দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ঠিক কী বিস্ফরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী? বুধবার আসানসোলে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। সেখানে তিনি অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে ১৭ দফা গাইডলাইন আছে। সেই সমস্ত গাইডলাইন না মেনেই তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা মোটা টাকার বিনিময়ে কারা কারা ঘর পাবেন সেই নামের তালিকা তৈরি করেছে। প্রকৃত গরিবরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পেয়ে তৃণমূল নেতাদের নির্দেশে তালিকা তৈরি করা হয়েছে।’
শুধু তাই নয়! শিশির পুত্র আরও বলেন, ‘আশা এবং আইসিডিএস কর্মীদের কাছে বিরোধী দলনেতা হিসেবে আবেদন করছি তারা যেন সমীক্ষার কাজে না যান। কারণ কারা ঘর পেয়েছেন সেই তালিকা আপনারা তৈরি করেননি। টাকা নিয়ে তৃণমূল তালিকা করেছে। তাই সরকার আপনাদের দিয়ে যারা বেআইনিভাবে ঘর পেয়েছেন তাদের নাম বাদ দেওয়াবে। ফলস্বরূপ আপনাদের ওপর ভবিষ্যতে অত্যাচার করবে শাসক দল।’
প্রসঙ্গত, লাগাতার আবাস যোজনা দুর্নীতি সামনে আসতে, কেন্দ্রের তরফে রাজ্যকে কড়া বার্তায় চিঠি প্রেরণ করা হয়েছে। এরপরই রাজ্য সরকার স্বচ্ছ উপভোক্তা তালিকা তৈরি করার ওপরও গুরুত্ব আরোপ করেছে। সাথেই চূড়ান্ত তালিকায় পাকা বাড়ি রয়েছে এমন একজনেরও নাম যাতে না পাওয়া যায় সেদিকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে নবান্নের তরফে। শুধু তাই নয়, যারা এ বিষয়ে যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায়ও নির্দেশ দিয়েছে রাজ্য।
এই বিষয়টির ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমাও। গোটা এই বিষয়টি সম্পন্ন করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যেই। পাশাপাশি যোগ্য উপভোক্তার নামের সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য তরফে। কারণ বাড়ি নির্মাণের খরচ আধার পেমেন্ট বেস সিস্টেমে ব্যবহার করতে চায় রাজ্য, সেইমতো কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের তরফে তা জানানো হয়েছে জেলাগুলিকে। সাথেই সরকারি প্রকল্পে কড়া হাতে দুর্নীতি দমনে শুরু করা হয়েছে ত্রিস্তরীয় চেকিংয়ের বাবস্থাও।