বিশ্বের সেরা ১০ ফাস্ট বোলার বাছলেন শেন ওয়ার্ন, জায়গা পেল না কোনও ভারতীয়! রইল তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানিয়েছেন ৩৮ বছর বয়সী ডেল স্টেইন। আর তারপর থেকেই তাকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন দেশ-বিদেশের বহু সতীর্থ। ডেল নিজের আন্তর্জাতিক কেরিয়ারে একজন দুরন্ত ফাস্ট বোলার হিসেবে পরিচিতি গড়ে তুলেছিলেন। স্টেইনের এই বিদায়ের পর প্রাক্তন অজি লেগ স্পিনার ওয়ার্নের কাছেও সর্মথকরা দাবি করেছিলেন, তিনি যেন তাঁর দেখা সেরা ১০ জোরে বোলারের একটি তালিকা তৈরি করেন।

সেই সূত্র ধরেই একটি তালিকা ঘোষণা করেন শেন ওয়ার্ন। ওয়ার্নের বেছে নেওয়া তালিকায় অবশ্য কোন ভারতীয় বোলারের স্থান হয়নি। তবে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এবং সাউথ আফ্রিকার ডেল স্টেইন এই তালিকায় জায়গা করে নিয়েছেন স্বমহিমায়। শেন ওয়ার্ন তার তালিকায় ডেনিস লিলি, ওয়াসিম আক্রম, ম্যালকম মার্শাল, গ্লেন ম্যাকগ্রা, কার্টলি অ্যামব্রোস, ডেল স্টেইন, রিচার্ড হ্যাডলি, জেফ থমসন, মাইকেল হোল্ডিং এবং জেমস অ্যান্ডারসনকে অন্তর্ভুক্ত করেছেন।

যদিও তালিকা যদি করার সময় প্রথম দ্বিতীয় এভাবে কোনও ক্রমিক সংখ্যা দেননি এই প্রাক্তন কিংবদন্তি। তার মতে, তার ভালোলাগার সেরা ১০ জন বোলারকেই স্থান দিতে চেয়েছেন তিনি। তাই নম্বরের ভিত্তিতে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখতে চাননি। যদিও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেগ স্পিনারের এই তালিকায় জায়গা করে নেওয়া বোলারদের মধ্যে ডেলের স্ট্রাইক রেট সবথেকে বেশি। ৪২.৩ স্ট্রাইক রেটে ৯৩ টি টেস্টে মোট ৪৩৯ টি উইকেট সংগ্রহ করেছেন ডেল স্টেইন।

Shane Warne

তবে ওয়ার্নের এই তালিকা নিয়ে ইতিমধ্যেই অনেকে প্রশ্ন তুলেছেন। এমনকি তার সতীর্থ প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্ক ওয়াও মনে করেন জেমস অ্যান্ডারসনের জায়গায় জোয়েল গর্নারকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। তবে এই তালিকা স্বাভাবিকভাবেই ব্যক্তিগত ভালোলাগার ভিত্তিতে তৈরি। তাই এ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর