চিনা ব্র্যান্ডগুলিকে কড়া টক্কর! ভারতে লঞ্চ হল স্বল্পমূল্যের স্মার্টফোন Micromax IN Note 2

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান যুগে স্মার্টফোন এমনই একটি জিনিস যা ছাড়া সমস্ত কাজই একপ্রকার অচল। যে কারণে প্রায় প্রত্যেককেই ভরসা করতে হয় এর ওপর। এছাড়াও, কবে-কখন-কোন স্পেসিফিকেশন নিয়ে বাজারে নতুন কি স্মার্টফোন এল তা নিয়েও যথেষ্ট আগ্রহী থাকেন টেকপ্রেমীরা।

তবে, এবার মোবাইলপ্রেমীদের জন্য বিরাট সুখবর নিয়ে এল Micromax। চিনা ব্র্যান্ডগুলিকে এবার কড়া টক্কর দিয়ে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে সংস্থা। গত বছরও, এই কোম্পানিটি Made In India স্মার্টফোন লঞ্চ করে ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল এবং ব্র্যান্ডের কম বাজেটের ডিভাইসগুলির কারণে Micromax এই চেষ্টায় অনেকাংশেই সফল হয়েছিল।

সেই রেশ বজায় রেখেই এবার গত ২৫ জানুয়ারি ভারতের বাজারে নতুন Micromax In Note 2 স্মার্টফোনটি বাজারে লঞ্চ করল সংস্থা। একনজরে জেনে নিন ফোনটির সামগ্রিক স্পেসিফিকেশন:

১. এই স্মার্টফোনটিতে থাকছে ৬.৪৩ ইঞ্চির (১৬.৩৩ সেমি) FHD এবং AMOLED ডিসপ্লে। এছাড়াও, ডিসপ্লের Aspect Ratio থাকছে ২০:৯ এবং রিফ্রেশ রেট হচ্ছে ৬০ হার্জ।

২. নতুন এই ফোনে থাকছে MediaTek Helio G95-এর মত শক্তিশালী প্রসেসর। এছাড়াও RAM এবং ROM থাকছে যথাক্রমে ৪ জিবি এবং ৬৪ জিবি।

৩. Micromax In Note 2 স্মার্টফোনটিতে থাকছে ৫০০০ mAh এর ব্যাটারি। যেটি ১৮ ঘন্টা যাবৎ ভিডিও স্ট্রিমিং এবং ১৮০ ঘন্টার মিউজিক প্লে ব্যাক করতে সক্ষম।

WhatsApp Image 2022 01 27 at 2.20.42 PM 1

৪. এছাড়াও ফোনটিতে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি দেওয়া হয়েছে। এছাড়াও, থাকছে ১৬-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৫. নতুন এই স্মার্টফোনে থাকছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। টাইপ সি পোর্টের সাহায্যে মাত্র ২৫ মিনিটেই ৫০% পর্যন্ত চার্জ হওয়ার সুবিধা রয়েছে।

৬. ফোনের সাইড প্যানেলে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং বাজারে এই ফোনটি Brown Black রঙে সেল করা হচ্ছে। অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট থেকে এটি পাওয়া যাবে। বর্তমানে এর দাম রয়েছে ১২,৪৯০ টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর