বাংলাহান্ট ডেস্কঃ থিম পুজো নিয়ে প্রত্যেকবারই একটা না একটা নতুন চমক রেখে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (shreebhumi)। এবারে তাঁদের থিম দুবাইয়ের বুর্জ খলিফা। সেই আদলেই সেজে উঠছে গোটা মন্ডপ চত্বর। তবে এরই মধ্যে রয়েছে আরও একটি চমক। প্রায় ৪৫ কেজি সোনার গয়নায় সেজে উঠবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা দুর্গা।
১ নয়, ২ নয়, মোট ৪৫ কেজি সোনার গহনায় সাজবেন মা। যার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। প্রত্যেকবারই কিছু না কিছু চমক নিয়ে আসে শ্রীভূমি স্পোর্টিং। এবারে তাঁদের প্রথম চমক হচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফার আদলে মন্ডপ সজ্জা এবং অন্যদিকে মা সেজে উঠছেন প্রায় ২০ কোটি টাকার সোনার গহনা দিয়ে।
এই গহনার বিষয়ে ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, এই গহনার জন্য এক পয়সাও খসছে না তাঁদের। একটি নামী অলঙ্কারী সংস্থা এই সমস্ত গহনা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। আর সেগুলোতেই সেজে উঠবেন মা। তারপর পুজো শেষে আবার তাঁরা সেই সমস্ত গহনা নিয়ে নেবেন। তাই এক্ষেত্রে এক পয়সাও খরচ হচ্ছে না ক্লাব কর্তৃপক্ষের।
মায়ের আগমনী সুর বেজে উঠতেই বৃহস্পতিবারই প্রকাশিত হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম সং। জিত্ গঙ্গোপাধ্যায়ের সুরে এই গান গেয়েছেন অভিজিত্। এই ক্লাবের পুজোর উদ্যোক্তা হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
প্রসঙ্গত, দুর্গা পুজো ইস্যুতে নতুন নির্দেশিকা জারী করেছে কলকাতা হাইকোর্ট। দুটি ডোজ নেওয়া ব্যক্তিরা মন্ডপে প্রবেশের অনুমতির সঙ্গে পাবেন অঞ্জলি, আরতি, সিঁদুর খেলা সহ সমস্ত আচার-উপচার করার সুযোগ। তবে সেক্ষেত্রে আগে থাকতেই প্যাণ্ডেলের মধ্যে উপস্থিত সদস্যদের তালিকা তৈরি করতে হবে। বড় মন্ডপের ক্ষেত্রে ৪৫ জন এবং ছোট মন্ডপের ক্ষেত্রে ১০ জন একসঙ্গে প্রবেশ করতে পারবেন।