ক্রীড়া জগতে অনেক আগেই পড়েছে করোনার প্রভাব। এবার করোনার কারনে ভারত সফর বাতিল করে দিল ইপিএল জায়ান্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই বছরই শতবর্ষে পা দিয়েছে কলকাতার অন্যতম প্রধান ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। সেই কারণেই ইংল্যান্ডের এই ক্লাবটির এই বছর কলকাতায় ইস্টবেঙ্গলের সাথে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা ছিল।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিশেষ প্রতিনিধি দল 2019 সালে কলকাতায় এসে যুবভারতী সহ ফুটবলারদের থাকার হোটেল পরিদর্শন করে যান। তারা হোটেল এবং যুবভারতী দেখে বেশ সন্তোষ প্রকাশ করেন। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও ঐতিহাসিক এই ম্যাচ ভেস্তে দিল মারন ভাইরাস করোনা। ইপিএল বন্ধ রয়েছে মার্চ মাস থেকে, ফের কবে শুরু হবে এই ব্যাপারে কেউই জানেন না। ধোঁয়াশা তৈরি হয়েছে নতুন মরশুম শুরু হওয়া নিয়েও।
ফিফার মেডিকেল কমিটির প্রধান নির্দেশ দিয়েছে সেপ্টেম্বর মাসের আগে কোনো প্রকার ফুটবল শুরু না করাই ভালো। এছাড়াও এই মুহূর্তে আন্তর্জাতিক বিমান পরিসেবাও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সফর কোনো ভাবেই সম্ভব নয় তাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য তারা ভারত সফর বাতিল করল।