পুলিশ-সেনার চোখে দীর্ঘদিন ধুলো দিয়ে লুকিয়ে থাকা মাওবাদী নেতার মৃত্যু, মাথার দাম ছিল ১ কোটি

বাংলাহান্ট ডেস্কঃ ২০০৩ সালে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপর হামলা, ২০০৮ সালে বালিমেলা অরণ্যের হামলা সহ একাধিক মাও (maoist) হামলার প্রধান অভিযুক্ত আক্কিরাজু হরগোপাল ওরফে রামকৃষ্ণ এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

যার মাথার দাম ছিল প্রায় ১ কোটি টাকা, দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ- অবশেষে ৫৮ বছর বয়সে শারীরিক অসুস্থতার কারণে মারা গেলেন মাওবাদীদের প্রধান ‘আরকে’। মাওবাদী সংগঠনের পক্ষ থেকে এবিষয়ে কোন মন্তব্য করা না হলেও, ছত্তিশগড় পুলিশ বুধবার ‘আরকে’র মৃত্যু নিশ্চিত করেছে। জানা গিয়েছে, ছত্তিশগড়ের জঙ্গলে আত্মগোপন করে থাকার সময় শারীরিক অসুস্থতার কারণে মারা যায় আরকে।

693476

২০১৬ সালে ওড়িশার মালকানগিরি জেলায় পুলিশ মাওবাদীদের মধ্যেকার গুলির লড়াইয়ে সেইসময় মারা গিয়েছিল ৩০ জন মাওবাদী। খবর রটেছিল, সেই সময় ওই গুলির লড়াইয়ে আহত হয়েছিলেন আরকে এবং তাঁকে নাকি পুলিশ লুকিয়ে রেখেছে। পরবর্তীতে আরকে-র স্ত্রী স্বামীকে ফিরে পাওয়ার আশায় আদালতের দারস্থ হন। সেইসময় আদালতের পক্ষ থেকে আরকে-কে ছাড়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হলে, তাঁরা জানায় আরকে তাঁদের হেফাজতে নেই।

যদিও পরবর্তীতে মাওবাদীরা স্বীকার করে নেয় আরকে তাঁদের কাছেই আছে এবং নিরাপদে আছে। এই রামকৃষ্ণ ২০০৪ সালে নাল্লামালার জঙ্গলে তৎকালীন অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে শান্তি বৈঠকে নকশালদের প্রধান নেতা হিসেবে উপস্থিত ছিলেন। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশার মাও কার্যকলাপের প্রধান মাথা আরকে-কে খুঁজে দিতে পারলে, সরকারের পক্ষ থেকে ৯৭ লক্ষ টাকা পুরস্কার ঘোষণাও করা হয়েছিল।

Smita Hari

সম্পর্কিত খবর