বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeshkhali)। পরপর একাধিক ঘটনায় ক্ষুব্ধ হয়ে আছে পুরো অঞ্চল। এদিকে তারমধ্যে নিজেদের প্রচার সারতে বেরিয়েছে CPIM। কিন্তু তাদের অভিযান বাধা পায় ন্যাজটে। সেখানে পুলিশের বাধার সামনে পড়ে বামেরা। কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে গেলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee) এন্ড কোং।
সন্দেশখালির উত্তপ্ত পরিবেশে নিজেদের প্রচার সারতে মরিয়া বাম নেতৃত্ব। ফেরি করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলেও, ফেরি চলাচল বন্ধ থাকায় ন্যাজটেই তাদের আটকে যেতে হয়। ফেরিঘাট বন্ধ থাকার বিষয়টি নিয়ে পুলিশকে জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি। তারা এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া থেকে এড়িয়ে গিয়েছেন।
বামনেত্রী কনিনীকা বোস ঘোষ বলেন, “ফেরি চালাতে বলেছি। টিকিট কাউন্টার খুলতে হবেই। আমরা যেখানে যাব সেখানে তো ১৪৪ ধারা নেই। তাহলে ঘাট বন্ধ করেছে কেন? এখন পুলিশ সক্রিয় হয়েছে?” তবে শুধু বামেদের প্রচারাভিযানেই যে সমস্যা হয়েছে তাই নয়, ফেরি বন্ধ থাকার কারণে সমস্যায় ভুগছেন সাধারণ মানুষও। বিশেষ করে কোনো নোটিশ ছাড়াই যেহেতু ফেরি বন্ধ রয়েছে তাতে সমস্যা আরো বেড়েছে।
এদিকে বামেদের দাবী, শুধুমাত্র তাদের আটকাতেই নাকি ফেরি চলাচল বন্ধ করেছে পুলিশ প্রশাসন! পুলিশি ব্যারিকেড ভেঙে ন্যাজোট পৌঁছে যায় মীনাক্ষীরা। এরপরের পরিকল্পনা ছিল ফেরি ধরার, কিন্তু তা সম্ভব না হওয়াতে সমস্যায় পড়েন তারা। অভিযান সফল না হওয়ায় পুলিশের ওপর চড়াও হয় বাম নেতৃত্ব। উল্লেখ্য যে, বর্তমানে ১৪৪ ধারা জারি রয়েছে সন্দেশখালিতে।