বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League) ২০২৫-এর মেগা নিলামের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়েছে। সৌদি আরবের জেদ্দা শহরে আগামী রবিবার (২৪ নভেম্বর) ও সোমবার (২৫ নভেম্বর) নিলাম সম্পন্ন হতে চলেছে। এই দুই দিনের নিলামে ৫৭৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। যদিও, তাঁদের মধ্যে ২০৪ জন খেলোয়াড় সুযোগ পাবেন। কারণ, ১০ টি ফ্র্যাঞ্চাইজিতে ওই সংখ্যক স্লট খালি রয়েছে। এদিকে, BCCI প্রত্যেকটি দলের পার্স লিমিট নির্ধারণ করেছে ১২০ কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজিগুলি সম্প্রতি খেলোয়াড়দের ধরে রাখার জন্য তাদের পার্স থেকে প্রচুর অর্থ ব্যয় করেছে। নিয়ম অনুযায়ী, একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন খেলোয়াড়কে ধরে রাখতে পেরেছে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক নিলামে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির কাছে কত টাকা রয়েছে?
শুরু হতে চলেছে IPL (Indian Premier League)-এর মেগা নিলাম:
১০ টি দলের কাছে রয়েছে ৬৪১.৫ কোটি টাকা: জানিয়ে রাখি যে, আপাতত ১০ টি IPL (Indian Premier League) দলের পার্স রয়েছে ৬৪১.৫ কোটি টাকা। এদিকে, ফ্র্যাঞ্চাইজিগুলি খেলোয়াড়দের ধরে রাখার জন্য ৫৫৮.৫ কোটি টাকা খরচ করেছে এবং মোট ৪৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। রিটেনশনের ক্ষেত্রে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) তাঁকে ২৩ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে। পাশাপাশি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বিরাট কোহলির জন্য ২১ কোটি টাকা খরচ করেছে। এদিকে, লখনউ সুপার জায়ান্টস (LSG) নিকোলাস পুরানকে ২১ কোটি টাকায় ধরে রেখেছে। এমতাবস্থায়, কোহলি এবং পুরান যৌথভাবে দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল রিটেনশন হিসেবে বিবেচিত হচ্ছেন।
পাঞ্জাব কিংসের পার্স সবচেয়ে বেশি: জানিয়ে রাখি যে, সর্বোচ্চ বাজেট নিয়ে নিলামে নামবে পাঞ্জাব কিংস (PBKS)। বর্তমানে ওই ফ্র্যাঞ্চাইজির পার্সে ১১০.৫ কোটি টাকা অবশিষ্ট রয়েছে। পাঞ্জাব মাত্র ৯.৫ কোটি টাকা খরচ করে দুই খেলোয়াড়কে ধরে রেখেছে। PBKS আনক্যাপড শশাঙ্ক সিংয়ের জন্য ৫.৫ কোটি টাকা এবং প্রভসিমরান সিংয়ের জন্য ৪ কোটি টাকা খরচ করেছে। নিলামে পাঞ্জাবের কাছে ৪ টি RTM কার্ড থাকবে। নিয়ম অনুযায়ী, একটি দল সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় ধরে রাখতে পারত। এমতাবস্থায়, যে দল ৬ জনের কম খেলোয়াড় ধরে রেখেছে তারা নিলামে RTM কার্ড ব্যবহারের সুযোগ পাবে।
রাজস্থান রয়্যালসের সর্বনিম্ন পার্স: এদিকে, রাজস্থান রয়্যালস (RR) সবচেয়ে কম বাজেট নিয়ে নিলামে নামবে। রাজস্থানের পার্সে এখন মাত্র ৪১ কোটি টাকা বাকি রয়েছে। RR তার অধিনায়ক সঞ্জু স্যামসন এবং ওপেনার যশস্বী জয়সওয়ালের জন্য ১৮ কোটি টাকা খরচ করেছে। রাজস্থান হল সেই দু’টি দলের মধ্যে একটি যারা সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় ধরে রেখেছে। ২০২৪ সালের IPL (Indian Premier League) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও ৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। KKR-এর কাছে রয়েছে ৫১ কোটি টাকা। নিলামে উভয় দলের RTM কার্ড থাকবে না। উল্লেখ্য যে, ফ্র্যাঞ্চাইজি RTM-এর মাধ্যমে আগের খেলোয়াড়দের যুক্ত করতে পারে।
আরও পড়ুন: বড় খবর! এবার ইন্স্যুরেন্স সেক্টরে এন্ট্রি নিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক, অনুমতি দিল RBI
কোন দলের কাছে কত বাজেট রয়েছে:
১. পাঞ্জাব কিংস: ১১০.৫ কোটি টাকা
২. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৮৩ কোটি টাকা
৩. দিল্লি ক্যাপিটালস: ৭৩ কোটি টাকা
৪. গুজরাট টাইটান্স: ৬৯ কোটি টাকা
৫. লখনউ সুপার জায়ান্টস: ৬৯ কোটি টাকা
আরও পড়ুন: 4G-র পর এবার সস্তায় 5G ফোন আনতে চলেছেন আম্বানি! আমেরিকার এই সংস্থার সাথে মেলালেন হাত
৬. চেন্নাই সুপার কিংস: ৫৫ কোটি টাকা
৭. কলকাতা নাইট রাইডার্স: ৫১ কোটি টাকা
৮. সানরাইজার্স হায়দ্রাবাদ: ৪৫ কোটি টাকা
৯. মুম্বাই ইন্ডিয়ান্স: ৪৫ কোটি টাকা
১০. রাজস্থান রয়্যালস: ৪১ কোটি টাকা