পশ্চিমীঝঞ্ঝার কারনে দিল্লীতে চড়ছে পারদ, হবে বৃষ্টিওঃ আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমীঝঞ্ঝার কারনে দিল্লিসহ উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে উত্তাপ বাড়ছে। কাল দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। তবে বৃহস্পতিবার দিল্লীর বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজও বেশ কয়েকটি অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টির ফলে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

kolkata rains today

দিল্লিতে সর্বোচ্চ পারদ ছিল এক ডিগ্রি উপরে 31 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাধারণ স্তরে 16.4 ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাব ও হরিয়ানায়ও কোথাও কোথাও কোথাও বজ্রপাতের সাথে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব আসাম, অরুণাচল এবং উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশে কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।পাশাপাশি 26 শে মার্চ পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাত হবে হিমাচল প্রদেশে। জম্মু ও কাশ্মীরেও বৃষ্টি হবে। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং পূর্ব মধ্য প্রদেশের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজকে কলকাতা (Kolkata) তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভ্যাপসা গরম না পড়লেও, কিছুটা ঠাণ্ডা আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে।

করোনা (COVID-19) পরিস্থিতি মোকাবিলা করার জন্য যেটা প্রয়োজন, তা হল গরম আবহাওয়া। তাপমাত্রার পারদ যত চড়বে, ততই রোগ জীবনু দ্রুত নির্মূল হবে। কিন্তু এই পরিস্থিতিতে আবহাওয়ার সেভাবে উন্নতির খবর দিতে পারছে না হাওয়া অফিস।


সম্পর্কিত খবর