বাংলাহান্ট ডেস্কঃ একটি শক্তিশালী এবং সক্রিয় পশ্চিমাবায়ু কাশ্মীরের কাছাকাছি অবস্থান করছে। এই পশ্চিমাবায়ুটির কারনে পূর্ব ও মধ্য ভারত জুড়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাত, বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন, উত্তর ভারতে প্রবেশ করতে এখনো বায়ুটির বেশ কিছুদিন সময় লাগবে, কারন ইরান, ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান পার করে আসতে হবে ঝঞ্ঝাটিকে।
উত্তর-পশ্চিম ভারতের জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড মঙ্গলবার বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বুধবার থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার থেকে এই অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে।আজ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিম রাজস্থান জুড়ে বিচ্ছিন্ন জায়গায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা।পাশাপাশি ভারি বৃষ্টিপাত হবে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলাতেও ফের একবার বদল হতে চলেছে আবহাওয়ার। পশ্চিমী ঝঞ্ঝার খামখেয়ালি চরিত্রের জন্যই ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা রাজ্যেই। উত্তর-পূর্বের হিমালয় পার্বত্য এলাকায় নতুন করে ঢুকছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর জেরেই বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে জম্মু-কাশ্মীর ও উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে।
উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার অবস্থানের কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যেও। বুধবার রাতের দিক থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বৃষ্টি শুরু হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।