প্রয়োজন নেই জমি অধিগ্রহণের, প্রধানমন্ত্রীর নির্দেশে মাটির নীচ দিয়েই যাবে বারাসাতে মেট্রো

বাংলাহান্ট ডেস্কঃ মাটির উপর দিয়ে নয়, নিউ বারাকপুর থেকে বারাসত (barasat) পর্যন্ত মেট্রো (metro) যাবে মাটির নীচ দিয়েই- এমনটা নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। মুখ্যমন্ত্রী  মমতা ব্যানার্জীর অনুরোধ মেনে নিয়ে জানিয়ে দিলেন- ওই অঞ্চলের জমি অধিগ্রহণের কোন প্রয়োজন নেই।

বিমানবন্দর থেকে নোয়াপাড়া অবধি মেট্রো প্রকল্পের কাজ চলছে জোরকদমে। উত্তর শহরতলিকে কলকাতার সঙ্গে জুড়তে এই প্রকল্প বাস্তবায়িত করতে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় সরকারকে। যশোর রোড ধরে বিমানবন্দর থেকে নিউ বারাকপুর পর্যন্ত মেট্রোর রাস্তা পরিস্কার থাকলেও, সমস্যা দেখা দিয়েছিল পরবর্তী রাস্তা নিয়ে।

Story 2

ওই অংশের রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রথমে মাটির উপর দিয়ে মেট্রো নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাতে দেখা দেয় আরও এক সমস্যা। মাটির উপর দিয়ে মেট্রো যেতে গেলে সেক্ষেত্রে জমি অধিগ্রহণের দরকার হয়ে পড়েছিল। কিন্তু ওই অঞ্চলে জমি অধিগ্রহণও আবার অসম্ভব হয়ে পড়ে। যার ফলে মেট্রোর কাজে সমস্যা তৈরি হয়।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে এক বৈঠকে বিমানবন্দর- বারাসত মেট্রোর জমি সমস্যা নিয়ে আলোচনা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন- ওই অংশের মেট্রো মাটির নীচ দিয়ে গেলেই ভালো হবে। কারণ, নিউ বারাকপুর থেকে বারাসত পর্যন্ত রাস্তার পাশের অঞ্চলের জমি অধিগ্রহণ কোনভাবেই সম্ভব নয়।

মুখ্যমন্ত্রীর আর্জি শুনে তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী রেল মন্ত্রককে ওই ব্যাপারে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই কাটল ওই অংশের জমিজট। প্রয়োজন নেই অধিগ্রহণের, সিদ্ধান্ত হল নিউ বারাকপুর থেকে বারাসত পর্যন্ত মেট্রো যাবে মাটির নীচ দিয়েই।


Smita Hari

সম্পর্কিত খবর