বাংলাহান্ট ডেস্কঃ মুম্বাই (mumbai) জেনারেল মিউনিসিপ্যাল কমিশনার ইকবাল সিং চাহাল, এই মহানগরীর জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন। তাঁর কথায়, আগামী ২০৫০ সালের মধ্যে দক্ষিণ মুম্বাইয়ের একটি অংশ ব্যবসায়ী জেলা নরিমন পয়েন্ট এবং রাজ্য সচিবালয় ‘মন্ত্রালয়’ সহ একটি বড় অংশ জলের নীচে চলে যাবে।
শুক্রবার মহারাষ্ট্রের পরিবেশ ও পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে মুম্বাই ক্লাইমেট অ্যাকশন প্ল্যান এবং এর ওয়েবসাইটের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন মুম্বাই জেনারেল মিউনিসিপ্যাল কমিশনার ইকবাল সিং চাহাল। সেখানে তিনি জানান, দক্ষিণ মুম্বাইয়ের A, B, C এবং D ওয়ার্ডের ৭০ শতাংশ জলবায়ু পরিবর্তনের কারণেই, জলের তলায় যাবে এই বাণিজ্যনগরীর অনেকাংশই।
তাঁর কথায়, ‘সতর্কবার্তা দিচ্ছে প্রকৃতি। আর এই সময় মানুষ যদি জেগে না ওঠে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। কফ প্যারেড, নরিমন পয়েন্ট, মন্ত্রালয়সহ বেশকিছু এলাকা জলের তলায় চলে যাবে। এখনই যদি প্রকৃতির সতর্কবার্তা দেখে জেগে না ওঠা যায়, তাহলে ২০৫০ খুব দূরে নয়, ভয়ঙ্কর কিছু ঘটতে পারে’।
চাহালে বলেন, মুম্বাই দক্ষিণ এশিয়ার প্রথম শহর, যেখানে জলবায়ু পরিকল্পনা প্রণয়ন ও কাজ চলছে। ১২৯ বছর পর গতবছর প্রথম এক শক্তিশালী ঘূর্ণিঝড় মুম্বাইয়ের উপর আছড়ে পড়েছিল। আর তারপর থেকে গত ১৫ মাসে ৩ টি এমন ঘূর্ণিঝড় দেখা গিয়েছে।
তিনি জানান, ‘২০২০ সালের ৫ ই আগস্ট নরিমন পয়েন্টে প্রায় ৫ থেকে ৫.৫ ফুট জল জমেছিল। কিন্তু সেই সময় ঘূর্ণিঝড়ের আগাম কোন পূর্বাভাস ছিল না। কিন্তু প্যারামিটার, ঘূর্ণিঝড়ের আভাস জানান দিচ্ছিল’।