এক সময় উড়িয়েছিলেন মিগ-21, বিমান দুর্ঘটনার ককপিটে থাকা স্বর্ণপদক বিজেতা পাইলট

বাংলাহান্ট ডেস্কঃ উইং কমান্ডার দীপক বসন্ত সাথে (Wing Commander Deepak Vasant Sathe) ও ক্যাপ্টেন অখিলেশ কুমার (Akhilesh Kumar), বিমানের ককপিটে পাইলট, কো-পাইলট হিসাবে ছিলেনে এই দুজন। ভারতীয় বায়ুসেনার একজন ফাইটার পাইলট ছিলেন উইং কমান্ডার দীপক বসন্ত সাথে। কিন্তু অবসর নেওয়ার পর তিনি বাণিজ্যিক বিমানের পাইলট হিসাবে কাজ করতে থাকেন।

কেরালায় ফিরছিল বিমান
কেরালার কোঝিকোড় বিমানবন্দর, শুক্রবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল। সুদূর দুবাই থেকে করোনা আতঙ্কের মধ্যেও ভারতীয় নাগরিকদের নিয়ে উড়ে দেশে ফিরছিল বন্দে ভারত মিশনের অধীনের একটি এয়ার ইন্ডিয়ার বিমান। বর্তমান সময়ে কেরলের প্রবল বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে রয়েছে।

air 3

ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা
এই প্রবল বৃষ্টি সংকুল পরিস্থিতিতে দুবারের চেষ্টায় রানওয়েতে নামতে যায় ওই বিমানটি। কিন্তু ভারী বর্ষণের কারণে রানওয়ে পিছল থাকায়, পার্শ্ববর্তী ৩৫ ফুট গভীর খাদে পড়ে যায় ফ্লাইট আইএক্স ১৩৪৪। এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তৎক্ষণাৎ ভেঙ্গে দুটুকরো হয়ে যায় ১৮৪ জন যাত্রী বোঝাই এই বিমানটি।

1596823227

ককপিটে ছিলেন স্বর্ণ পদক জয়ী পাইলট
বষ্টির রাতেই শুরু হয় উদ্ধার কার্য। পাইলট, কো-পাইলট সহ মৃত্যু হয় আনুমানিক ১৯ জনের। চলছে উদ্ধার কার্য। এক অফিসার জানিয়েছেন, এই বিমানের ককপিটে পাইলট, কো-পাইলট হিসাবে ছিলেন উইং কমান্ডার দীপক বসন্ত সাথে ও ক্যাপ্টেন অখিলেশ কুমার। এই উইং কমান্ডার দীপক বসন্ত সাথে ছিলেন একজন ভারতীয় বায়ুসেনার একজন ফাইটার পাইলট। তিনি বোয়িং ৭৩৭ বিমান ওড়ানোয় পটু ছিলেন। এমনকি ভারতীয় সেনাবাহিনীতে থাকা কালিন তিনি মিগ-21ও আকাশে উড়িয়ে ছিলেন। তাঁর এই সকল দক্ষতার জোরে তিনি প্রেসিডেন্ট স্বর্ণ পদকও লাভ করেন।

145683 kwcjdddttx 1596821147

ছিলেন কো-পাইলট ক্যাপ্টেন অখিলেশ কুমারও
আরও জানা গিয়েছে, এই কো-পাইলট ক্যাপ্টেন অখিলেশ কুমার গতবছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী এই বিষয়ে জানিয়েছেন, প্রাকৃতিক আবহাওয়া খারাপ থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটে। বিমানটি দু টুকরো হয়ে গেলেও, ইঞ্জিনে আগুন না লাগায় যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর