সবজি বিক্রেতাকে মন দিলেন কোটিপতির মেয়ে! “প্রেমের কাহিনি” শুনে হতবাক পুলিশ ও পরিবার

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে প্রেম (Love) সম্পর্কিত এমন কিছু ঘটনার প্রসঙ্গে সামনে আসে যেগুলি অবাক করে দেয় সবাইকেই। শুধু তাই নয়, ওই ঘটনাগুলিতে প্রেমিক-প্রেমিকারা এটা প্রমাণ করে দেন যে প্রেম কখনও কোনো বাধা মানে না। বরং, সেখানে দু’টি মনের মিলনই প্রাধান্য পায়। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনেও আজ আমরা এমন একটি “প্রেমের কাহিনি” আপনাদের সামনে তুলে ধরব যা বিষ্মিত করবে সবাইকে।

মূলত, এই ঘটনাটি ঘটেছে বিহারে (Bihar)। যেখানে এক কোটিপতির মেয়ে মন দিয়ে ফেলেছেন এক সবজি বিক্রেতাকে। জানা গিয়েছে, বিহারের নওয়াদায় সবজি কিনতে এসে ওই বিক্রেতার প্রেমে পড়ে যান যুবতীটি। পাশাপাশি, ক্রমশ দু’জনের মধ্যে কথাবার্তাও বাড়তে থাকে। শুধু তাই নয়, একসাথে থাকার ইচ্ছায় দু’জনেই একদিন বাড়ি থেকে পালিয়েও যান। শেষ পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়ার পর এই পুরো ঘটনা সামনে এসেছে।

সবজি বিক্রেতার প্রেমে কোটিপতির মেয়ে: নওয়াদা শহর সংলগ্ন এলাকার একজন কোটিপতি বাসিন্দার মেয়ে সবজি বিক্রি করা ওই যুবকের সঙ্গে প্রেম করছিলেন। প্রায় ছয় বছর ধরে তাঁরা একে অপরের সাথে দেখা করতেন। কয়েকদিন আগে হঠাৎ করেই দু’জনে পালিয়ে যান। এমতাবস্থায়, মেয়ে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা নগর থানায় একটি এফআইআর দায়ের করেন।

মন্দিরে বিয়ে করে নেন দু’জনে: এদিকে, মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। তারপরেই এহেন ভালোবাসার কথা জানতে পেরে অবাক হয়ে যান পুলিশ সহ পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শেখপুরায় বসবাসকারী ওই যুবক নওয়াদা শহরে থাকার সময়ে বাজারে বসে সবজি বিক্রি করতেন। তখনই ওই যুবতীর সঙ্গে পরিচয় হয় তাঁর। এমতাবস্থায় প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পরে তাঁরা বাড়ি ছেড়ে পালয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

WhatsApp Image 2022 11 28 at 12.07.58 PM

শেখপুরা থেকে ওই যুবতীকে আটক করেছে পুলিশ: তদন্তের মাধ্যমে পুলিশ পুরো বিষয়টি জানতে পারে। তারপরই শেখপুরা থেকে তাঁদের আটক করা হয়। এদিকে, এই ঘটনা সামনে আসার পরই তা আলোচনার কেন্দ্রবিন্দুতেও উঠে আসে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর