লকডাউনের মাঝেই টানা দুবার ঋদ্ধিমান সাহার বাড়িতে ডাকাতির চেষ্টা দুষ্কৃতীদের।

লকডাউন এর মধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার বাড়িতে ডাকাতির চেষ্টা করলো 4-5 জনের একদল দুষ্কৃতী। ঋদ্ধিমান সাহার কাকা মলয় সাহা জানিয়েছেন লকডাউনের আগে ছেলের কাছে অর্থাৎ ঋদ্ধিমান সাহার কলকাতার বাড়িতে গিয়েছিলেন তার মা-বাবা। তারপরেই দেশজুড়ে লকডাউন ঘোষণা হয়। এর ফলে তারা আর শিলিগুড়িতে ফিরে আসতে পারেননি। সেই কারণে এই মুহূর্তে ঋদ্ধিমান সাহার শিলিগুড়ির বাড়িটি ফাঁকা রয়েছে, বাড়িতে তালা ঝুলছে। আর এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিল সেই দুস্কৃতি দলটি।

এনজিপি থানাতে এই ব্যাপারে অভিযোগ জানিয়েছেন মলয়বাবু। তাঁর অভিযোগ বৃহস্পতিবার রাতে ঋদ্ধির বাড়ির সামনে একটি গাড়ি আসে। সেই গাড়িতেই ছিল দুষ্কৃতী দলটি। তারা সুযোগ বুঝে ঋদ্ধির বাড়ির তালা ভাঙ্গার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় প্রতিবেশীদের টের পেয়ে যাওয়ায় তাদের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে পলাতক হয় দুষ্কৃতী দলটি।

2510444308d53c03e99560693ebef2eb0fa6d8c79b78c750f04802f2639e67bc296a41098

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তারা এসে অনেক খোঁজাখুঁজি করার পরও সেই রকম কাউ কে ধরতে পারে নি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বার ঋদ্ধিমান সাহার বাড়িতে এমন ঘটনা ঘটল। তাই স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর