ফোনে কার্টুন দেখছিল ৯ বছরের বালক! আচমকাই হাতে ফাটল মোবাইল, তারপরেই….জানলে শিউরে উঠবেন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মোবাইল (Mobile) ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। আট থেকে আশি সকলেই কমবেশি ব্যবহার করেন এই ডিভাইস। যদিও, মাঝেমধ্যেই মোবাইল সংক্রান্ত এমন কিছু খবর সামনে আসে যেগুলি কার্যত ঘুম উড়িয়ে দেয় সবার। সেই রেশ বজায় রেখেই এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে। যেটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়াতে।

আচমকাই হাতে ফাটল মোবাইল (Mobile):

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সেখানে ৯ বছরের এক বালকের হাতে ফোন (Mobile) ফেটে গিয়েছে। যার ফলে এই শিশুটি গুরুতর আহত হয়েছে। তুমুল চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছিন্দওয়ারা জেলার চৌরাই এলাকার কালকোটি দেওয়ারি গ্রামে। এই ভয়ঙ্কর ঘটনাটি যখন ঘটেছিল তখন ওই বালকটি বাড়িতে ছিল এবং তার বাবা-মা মাঠে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

The mobile phone exploded in the hands of a 9-year-old boy.

মূলত, ওই বালকটি বাড়িতে বন্ধুদের সঙ্গে মোবাইলে (Mobile) কার্টুন দেখছিল। তবে, সেই সময়ে ওই মোবাইলটি চার্জে ছিল। আচমকাই সেটিতে প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং ওই বালকটি গুরুতরভাবে আহত হয়।

আরও পড়ুন: বাংলাদেশে ক্রমশ চাপ বাড়ছে হিন্দুদের! টার্গেট সরকারি কর্মচারীরাও, ৪৯ জন শিক্ষক-শিক্ষিকার পদত্যাগ

দুর্ঘটনার খবর দেন প্রতিবেশীরা: এই ঘটনায় বালকটির হাতে ও ঊরুতে আঘাত লেগেছে। আহত বালকের বাবা জানান, ঘটনাটি পর প্রতিবেশীদের কাছ থেকে তাঁকে দুর্ঘটনার কথা জানান। তিনি বলেন, “প্রতিবেশীরা যখন দুর্ঘটনার কথা জানায় তখন আমরা মাঠে ছিলাম। এরপর আমরা ছুটে আসি।” ওই বালকটিকে পরীক্ষা করার পর চিকিৎসক তাকে ছিন্দওয়ারার একটি হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন: মাত্র ১ ম্যাচেই অবস্থা খারাপ সূর্যকুমার যাদবের! দল থেকেও পড়তে পারেন বাদ, কি হল তারকা প্লেয়ারের?

আহত হয়েছে আরও এক বালক: এদিকে, এই ঘটনায় আহত হয়েছে আরও এক বালক। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা করা হয়। বিষয়টির পরিপ্রেক্ষিতে ছিন্দওয়ারা জেলা হাসপাতালের চিকিৎসক অনুরাগ বিশকর্মা বলেন, চিকিৎসার পর ছেলেটিকে সার্জিক্যাল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে এবং এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X