ভারতের অভ্যন্তরীণ মামলায় হস্তক্ষেপ করায় ব্রিটেনকে কথা শুনিয়ে দিল মোদী সরকার

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) অভ্যন্তরীণ বিষয়ে বেশ কিছু দিন ধরে কয়েকটি দেশ টিপ্পুনি কেটেছে। এর যোগ্য জবাবও দিয়েছে ভারত, যে বিনা অনুমতিতে এই হস্তক্ষেপ ভারতের সঙ্গে তাদের সম্পর্ককে খারাপ করে দিতে পারে। কিন্তু ব্রিটেন (Britain) সরকার পাকিস্তানিদের (Pakistan) মতাদর্শের ভিত্তিতে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করে।

rabis

হাউস অফ কমন্সে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটেন হস্তক্ষেপের কথা বলে। ভারতের সংস্কৃতি, ধর্ম এবং গৌরবের বিষয়ে হস্তক্ষেপ করেন। ব্রিটেন মন্ত্রী জানান, ভারতের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকায় আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারি। পাকিস্তানি মন্ত্রীদের কথা শুনে তারা ভারতের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

ভারতের বিরুদ্ধে করা এই ষড়যন্ত্রে উপর থেকে ভারত ক্রমাগত পর্দা ফাঁস করে চলেছে। ব্রিটেনের মন্ত্রী নিজেল অডামসের কথায় ভারত দুঃখিত হয়। এর পরিপ্রেক্ষিতে ভারত তাঁকে যোগ্য জবাবও দেয়। বিদেশ মন্ত্রালয়ের প্রবক্তা রবিশ কুমার (Rabish Kumar) বলেন, এই ধরনের টিপ্পুনি করা তথ্যগত দিক থেকে ঠিক নয়। এবং তিনি আরও বলেন যা, আমরা অনুরোধ করব এই পরিস্থিতিতে তারা যেন আর টুপ্পুনি না কাটে। অন্যদের কথায় প্রভাবিত না হয়ে নিজেদের বুদ্ধি দিয়ে সবটা বিচার করুক।

ভারত এর আগে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারত ইরান (Iran) এবং তুর্কিকে (Turkish) কড়া ভাষায় শিক্ষা দিয়েছিল। এবং টিপ্পুনি না করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে সম্মান প্রদর্শনের বার্তা দিয়েছিলেন। এখন এই অবস্থায় ব্রিটেন একবার ভুল করে ফেলেছে, কিন্তু এবার দেখতে হবে সতর্ক করে দেওয়ার পর তাঁর দ্বিতীয়বার এই ভুল করে কিনা।

Smita Hari

সম্পর্কিত খবর