দ্বিতীয় দফার লকডাউনে কি কি পরিষেবা থাকছে খোলা? মোদি সরকার জারি করল নির্দেশিকা,

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন(lockdown)   এর জন্য ইতিমধ্যে মোদি সরকারের ( modi government)   তরফে একটি গাইডলাইন (guide line) জারি করা হয়েছে। এই নতুন গাইডলাইনের আওতায় কিছু জিনিস নিষিদ্ধ করা হয়েছে , আবার কিছু জিনিসে লোকেরা ছাড় দেওয়া হয়েছে সরকারের তরফে।

এই নির্দেশিকায় বলা হয়েছে, দেশে প্রয়োজনীয় পণ্য ও ওষুধের উত্পাদন অব্যাহত থাকবে। শর্ত সাপেক্ষে চলতে পারে ট্রাক। ব্যাংক, এটিএম, ডাক পরিষেবা, ডাকঘর খোলা থাকবে।প্রবাসে আটকে পড়া মানুষদের জিন্য হোটেল ও লজ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইটি সংস্থাগুলি তাদের মোট কর্মীর ৫০ শতাংশ কাজে লাগাতে পারবে।এছাড়াও খোলা থাকবে পেট্রোল পাম্প। দুধ ও দুগ্ধজাত দ্রব্য বেচা,কেনা ও উৎপাদনেও নেই নিষেধাজ্ঞা। প্রিন্ট, বৈদ্যুতিন মিডিয়া, ডিটিএইচ, কেবল, ইন্টারনেট পরিষেবা অব্যাহত থাকবে।

পাশাপাশি, রেল ও পর্যটকদের ভ্রমণ, পড়াশোনা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনা, সিনেমা হল এবং শপিং কমপ্লেক্সে আগের মতই বন্ধ থাকবে। আধ্যাত্মিক স্থানগুলিও পুরোপুরি বন্ধ থাকবে। মিটিং,মিছিল, সমাবেশেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

এছাড়াও, দ্বিতীয় দফার লকডাউন এর সময়ে দেশে সম্পূর্ণ ভাবে বিক্রি বন্ধ থাকবে বিড়ি, সিগারেট, মদ ও গুটখা জাতীয় নেশা দ্রব্যের। ভারতের কেন্দ্রীয়  সরকার স্পষ্ট  জানিয়েছে, ডিসাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ অনুসারে দেশে বিড়ি, সিগারেট, মদ ও গুটখা জাতীয় নেশা দ্রব্যের বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া হল। এই জাতীয় দ্রব্য বিক্রি করতে গিয়ে ধরা পড়লে বিক্রেতাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও হুশিয়ারি দিয়েছে মোদি সরকার।

X