১ লা সেপ্টেম্বর থেকেই পাওয়া যাবে ‘লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে’র অর্থ, সঙ্গে রাখুন এইসকল নথি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পুজোর আগেই হাতে আসবে নগদ অর্থ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (mamata banerjee) ঘোষণা মত, আগামী ১ লা সেপ্টেম্বর থেকেই পাওয়া যাবে ‘লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে’র (lakshmi bhandar scheme) টাকা। প্রতি মাসে তফসিলি জাতি ও উপজাতি অর্থাৎ এস সি, এস টি ক্যাটাগরির মহিলারা পাবেন ১০০০ টাকা করে এবং সাধারণ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা পাবেন ৫০০ টাকা করে।

বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই ‘লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে’র সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই প্রকল্পের আয়ত্তাভুক্ত হওয়ার জন্য আগামী ১৬ ই আগস্ট থেকে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে ফর্ম তুলে, তা ফিল আপ করে জমা দিতে হবে।

mamata banerjee

এই প্রকল্পের আয়ত্তায় প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলাকে মাসিক ভাতা দেবেন মুখ্যমন্ত্রী। যার ফলে রাজ্য সরকারের তহবিল থেকে প্রতি মাসে প্রায় ১০ কোটি টাকা করে বেরিয়ে যাবে। তবে যদি কোন পরিবারের কোন সদস্য সরকারী চাকরি করেন, তাহলে সেই পরিবারের মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। আর প্রকল্প আয়ত্তাভুক্ত পরিবারের যে কোন একজন মহিলা এই মাসিক ভাতা পাবেন।

এই প্রকল্পের সুবিধা নিতে গেলে, দুয়ারে সরকারের ক্যাম্প থেকে ফর্ম তুলতে হবে। আর সেই ফর্ম তুলতে গেলে আঁধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাঙ্ক ডিটেইলস, ব্যাঙ্ক পাশবুক, পাসপোর্ট সাইজ কালার ছবি এবং এস সি, এস টি ক্যাটাগরির মহিলাদের অবশ্যই তাঁদের এই ক্যাটাগরির কার্ড নিয়ে যেতেই হবে। এইসমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স নিয়ে উপস্থিত হতে হবে দুয়ারে সরকারের ক্যাম্পে।

সম্পর্কিত খবর

X