মশার দিন শেষ, এবার মশা মারতে কাজে লাগবে এক বিশেষ প্রকার গাছ

বাংলাহান্ট ডেস্কঃ শীত চলে গেছে প্রায় অনেক দিন হল। দোলের প্রেমময় আবহাওয়াও এখন আর নেই। গরমও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, তবে বর্ষাও মাঝে মাঝে জানান দিচ্ছে আমি আছি। কিন্তু এইসব মিলিয়ে সব থেকে বেশি যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে তা হল মশা (Mosquito)। শীত পেরিয়ে গরম পড়তেই এদের উপদ্রব বাড়তে শুরু করে দিয়েছে।

mosa 3333
মশার হাত থেকে বাঁচার জন্য মানুষ জন কত কিনা করেছেন। মশার ধূপ, ধোঁয়া, স্প্রে, মশা তাড়ানোর লোশন আরও কত কি। কিন্তু মশারা সেসবের তোয়াক্কা না করে নিজের মেজাজেই উড়ে বেড়ায়। কোন কিছুতেই যেন তাঁদের দমানো যায় না। আর এই মশার কামড়ের ফলে জ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গুর আতঙ্কও রয়েছে। তাই সব সময় চারিপাশ পরিস্কার রেখেও এদের হাত থেকে রেহাই পাওয়া যায় না।

মশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য মার্কিন (US) বিজ্ঞানীরা এক গাছের আবিষ্কার করেছেন। যে গাছ বাড়িতে রাখলে মশা সেই বাড়ির ত্রিসীমানায় ঘেষবে না। গাছটির নাম হল সাইট্রনেলা। সাধারণ ভাবেই আপনি এই গাছ বাড়িতে বা ফ্ল্যাটে রাখতে পারবেন। এই গাছ থেকে একধরনের সুগন্ধি বের হয়, যা মশাদের একদম না পসন্দ। তাই এই গাছ যে জায়গায় থাকে, মশারা সেই জায়গা থেকে দূরত্ব বজায় রাখে।

বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন মাত্র ৬-৭টি গাছ একবারে এক একর জায়গাকে মশা মুক্ত রাখতে সক্ষম। আর এই গাছ যেহেতু বাড়িতে রাখা খুবই সহজ, তাই আপনি বেশ কয়েকটি গাছ কিন্তু আপনার বাড়ির চারিদিকে লাগাতেই পারেন। তাতে করে আপনি এবং আপনার পরিবার মশামুক্ত একটি জীবন পেতে পারবেন। তবে দুঃখের বিষয় হল, এই গাছ এখনও ভারতে (India) পাওয়া যায়নি। তাই আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই গাছ বাড়িতে লাগানোর জন্য।

Smita Hari

সম্পর্কিত খবর