আর মাত্র কয়েক ঘন্টা পরেই আকাশে দেখা যাবে বৃহত্তম গোলাপি চাঁদ

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকাল রাতেই দেখা যাবে বহু প্রতীক্ষিত সুপারমুন। যার নামকরণ করা হয়েছে গোলাপি চাঁদ।

17MARSMOON articleLarge

যদিও এদিন চাঁদকে গোলাপি রং এর দেখতে পাবেন না আপনি, এই রকম নামকরণ করার পিছনে রয়েছে অন্য কারন। জানা যাচ্ছে, উত্তর আমেরিকার এক ধরনের ফুল ফ্লক্স সাবুলাটা-র গোলাপি রং-এর অনুকরণে এই চাঁদের নাম গোলাপি চাঁদ রাখা হয়েছে।

 

এই ফ্লক্স সাবুলাটা ফুল বসন্ত কালে ফোটে, এবারের সুপারমুন ও বসন্ত কালে তাই ফুলের রং অনুসারে সুপারমুনের নামকরণ। পূর্ণিমার সম্পূর্ণ গোলাকার চাঁদ আবার কোথাও কোথাও স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন নামেও পরিচিত।

নাসার মতে, যখন একটি পূর্ণিমার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে তখন একটি সুপারমুন হয়। প্রসঙ্গত, চাঁদ উপবৃত্তাকার কক্ষপথে আমাদের গ্রহের চারপাশে ঘোরে। যার ফলে কখনো পৃথিবীর কাছে যায় কখনো বা দূরে।

এই গ্রহনের সবচেয়ে দূরের বিন্দুটিকে অপোজি বলা হয় এবং এটি পৃথিবী থেকে গড়ে প্রায় 405,500 কিলোমিটার দূরে। এর নিকটতম স্থানে, পেরিজি পৃথিবী থেকে গড় দূরত্ব প্রায় 363,300 কিলোমিটার।

যখন পূর্ণিমা পেরিজিতে উপস্থিত হয় এটি নিয়মিত পূর্ণিমার চেয়ে কিছুটা উজ্জ্বল এবং বড় দেখায়, একেই “সুপারমুন” বলা হয়।

 

সম্পর্কিত খবর