বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি অস্ট্রেলিয়ার (Australia) সমুদ্র সৈকতে ভেসে আসে একটি রহস্যময় বস্তু। তারপরে সেই বস্তুটির শনাক্তকরণের কাজ শুরু করে অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা। তবে, এবার ওই রহস্যময় বস্তুটিকে ভারতীয় রকেটের ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য যে, চন্দ্রযান-৩ (Chandrayann 3)-এর সফল উৎক্ষেপণের কয়েকদিন পর অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে এই রহস্যময় বস্তুর খোঁজ মিলেছিল। যেটি সারা বিশ্বের বিজ্ঞানীদের কাছে আলোচনার বিষয় হয়ে ওঠে। সেই সময় আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে এই বস্তুটি চন্দ্রযান-৩ সম্পর্কিত কোনো ধ্বংসাবশেষ হতে পারে।
যদিও ভারতীয় মহাকাশ সংস্থা ISRO এই দাবি খারিজ করে দেয়। তবে এবার, অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা নিশ্চিত করেছে যে, সমুদ্র সৈকতে পাওয়া রহস্যময় বস্তুটি একটি ভারতীয় রকেটের ধ্বংসাবশেষ। পাশাপাশি, ওই মহাকাশ সংস্থা চন্দ্রযানের ধ্বংসাবশেষের বিষয়টি অস্বীকার করেছে। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির তরফে বলা হয়েছে যে, এই বস্তুটি চন্দ্রযান ৩ -এর সাথে সম্পর্কিত নয়। বরং ভারতীয় মহাকাশ সংস্থা ISRO-র দ্বারা উৎক্ষেপণ করা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (PSLV)-এর ধ্বংসাবশেষ।
এছাড়াও, একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, কেউ যদি এরকম আরও সন্দেহজনক ধ্বংসাবশেষ দেখতে পান সেক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে হবে এবং অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সিকে বিষয়টি অবহিত করতে হবে। উল্লেখ্য যে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থের উত্তরে প্রায় দু’ঘণ্টার পথের দূরবর্তী স্থানে জুরিয়েন বে-তে উপকূলীয় অঞ্চলের কাছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে ওই রহস্যজনক বস্তুটি প্রথম দেখা গিয়েছিল।
PSLV-র ধ্বংসাবশেষ: এমতাবস্থায়, অস্ট্রেলিয়ান মহাকাশ সংস্থা জানিয়েছে, তারা এই উপসংহারে পৌঁছেছে যে, ওই বস্তুটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালের (PSLV) তৃতীয় পর্যায়ের ধ্বংসাবশেষ। সংস্থাটির মতে, PSLV ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার একটি মাঝারি ওজনের লঞ্চ ভেহিক্যাল।
অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা গত সোমবার তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একের পর এক টুইট বার্তায় জানিয়েছে, “পশ্চিম অস্ট্রেলিয়ার জুরিয়েন বে-র কাছে সমুদ্র সৈকতে যে বস্তুটি ভেসে এসেছে সেটি সম্ভবত ভারতের PSLV-এর তৃতীয় পর্যায়ের ধ্বংসাবশেষ।” পাশাপাশি, অস্ট্রেলিয়ান এজেন্সি আরও লিখেছে যে, এই ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয়েছে এবং এর যথাযথ নিষ্পত্তির জন্য তারা ISRO-র সাথে কাজ করছে।
We have concluded the object located on a beach near Jurien Bay in Western Australia is most likely debris from an expended third-stage of a Polar Satellite Launch Vehicle (PSLV).
The PSLV is a medium-lift launch vehicle operated by @isro.
[More in comments] pic.twitter.com/ivF9Je1Qqy
— Australian Space Agency (@AusSpaceAgency) July 31, 2023
বস্তুটি ছিল অত্যন্ত বড়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রহস্যময় ওই বস্তুটি প্রায় ২ মিটার (৫ ফুট) লম্বা। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে যে, উভয় দেশের আধিকারিকরা জাতিসংঘের মহাকাশ চুক্তির অধীনে সমস্ত বিবেচনা সহ পরবর্তী পদক্ষেপগুলি নির্ধারণের জন্য আরও নিশ্চিত হওয়ার লক্ষ্যে একসাথে কাজ করছে।