TMC বিধায়কের ওপর কোপ! নার্সিং ও ফার্মাসি কাউন্সিল থেকে বাদ নির্মল মাজি-র নাম

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন সংঘটিত হয়। বহুদিন পর কাউন্সিলের কমিটি গঠিত হয়েছে। এক্ষেত্রে নির্বাচিত সদস্যদের মধ্যে তৃণমূল (Trinamool Congress) সাংসদ শান্তনু সেন (Santanu Sen) এবং বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাজিকে (Nirmal Maji) মনোনীত সদস্য করা হয়েছে বলে খবর। যদিও আবার অপরদিকে অন্যান্য কাউন্সিলগুলি, যেখানে মনোনীত প্রতিনিধি ছিলেন নির্মল, সেখান থেকে তাঁকে বাদ দিয়েছে সরকার।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে এই সংক্রান্ত নির্বাচন আটকে থাকলেও সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্বাচন হয়। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের ডেন্টাল, ফার্মাসি এবং নার্সিং-এর মতো কাউন্সিল গুলিতে মনোনীত প্রতিনিধিদের পাঠানো হয়ে থাকে।

এক্ষেত্রে অতীতে নার্সিং এবং ফার্মাসি কাউন্সিলের প্রতিনিধি পদে নিযুক্ত ছিলেন নির্মল মাজি। তবে বর্তমানে ওই দুটি স্থান থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। এক্ষেত্রে নার্সিং এবং ফার্মাসি কাউন্সিলের মনোনীত প্রতিনিধিরা হলেন যথাক্রমে অভীক দে এবং সৌরভ পাল।

এছাড়াও ডেন্টাল কাউন্সিলে প্রতিনিধি পদে নিযুক্ত ছিলেন রাজীব গণচৌধুরী। তাঁর মৃত্যুর পর নির্মল মাজিকে উক্ত স্থানটি দেওয়া হলেও বর্তমানে সেখানে নিয়ে আসা হয়েছে খগেন মাহাতোকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্বাচন হওয়ার পর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি পদে নিয়ে আসা হয়েছে চিকিৎসক সুদীপ্ত রায়কে এবং সহ-সভাপতি পদে নিযুক্ত হয়েছেন সুশান্ত রায়।

nirmal maji

এ ক্ষেত্রে শান্তনু সেন এবং নির্মল মাজিকে মনোনীত সদস্য করলেও অন্য কোন স্থানে তাদের জায়গা হয়নি বলেই জানা যাচ্ছে। এই প্রসঙ্গে এদিন চিকিৎসক সুদীপ্ত রায় বলেন, “চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন করা হয়ে চলেছে। মুখ্যমন্ত্রী নতুন প্রজন্মকে সামনের পথে অগ্রসর করে নিয়ে চলেছেন। কাউন্সিলে নতুনদের প্রাধান্য দেওয়া হচ্ছে।


Sayan Das

সম্পর্কিত খবর