সামনে এল দেশের সবচেয়ে মূল্যবান ১০ টি কোম্পানির নাম! প্রথম স্থানে আম্বানি থাকলেও তালিকায় আছে বড় চমক

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার সামনে এল দেশের সবথেকে মূল্যবান ১০ টি কোম্পানির নাম। আর এই তালিকায় রীতিমতো বাজিমাত করেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। কারণ, সবাইকে টক্কর দিয়ে আম্বানির সংস্থা রিলায়েন্স (Relilance) দেশের সবচেয়ে মূল্যবান সংস্থাগুলির মধ্যে এক্কেবারে প্রথম স্থানে আধিপত্য বজায় রেখেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপিলাটাইজেশন হল ১৫,৮৩,৮২৪.৪২ কোটি টাকা। সম্প্রতি এটিতে ৬,৭৩১.৭৬ কোটি টাকার বৃদ্ধি ঘটেছে। পাশাপাশি, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টাটা গ্রূপের সংস্থা TCS। যেটির ভ্যালু সম্প্রতি ৫,৮১৭.৮৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই সংস্থার MCap হল ১১,৭৮,৮৩৬.৫৮ কোটি টাকা।

এদিকে, তৃতীয় স্থানে রয়েছে HDFC ব্যাঙ্ক। যার মার্কেট ক্যাপ ৩১,৫৫৩.৪৫ কোটি টাকা বৃদ্ধি পেয়ে আপাতত ৯,২৯,৭৫২.৫৪ কোটি টাকায় পৌঁছেছে। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ICICI ব্যাঙ্ক। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই সংস্থার মার্কেট ক্যাপ ১,৭৮০.৬২ কোটি টাকা হ্রাস পাওয়ার পরেও এটি বর্তমানে ৬,১০,৭৫১.৯৮ কোটি টাকায় দাঁড়িয়ে রয়েছে।

হিন্দুস্তান ইউনিলিভার (HUL) দেশের মূল্যবান কোম্পানির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। যেটির মার্কেট ক্যাপ ১,১৩৯.৫৬ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৬,০২,৩৪১.২২ কোটি টাকা হয়ে গিয়েছে। মার্কেট ভ্যালুর নিরিখে এই তালিকায় ইনফোসিস ষষ্ঠ স্থানে রয়েছে। তবে, এটির ক্ষেত্রেও ২,৩২৩.২ কোটি টাকা হ্রাস হওয়া সত্বেও আপাতত এটির মার্কেট ক্যাপ ৫,৮৯,৯৬৬.৭২ কোটি টাকায় রয়েছে।

এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে HDFC লিমিটেড। বিগত সপ্তাহগুলিতে এই সংস্থার MCap-এ ১৮,৮৭৭.৫৫ কোটি টাকার বৃদ্ধি ঘটেছে। বর্তমানে এই সংস্থার MCap হল ৫,০০,৮৭৮.৬৭ কোটি টাকা। এদিকে, দেশের মূল্যবান কোম্পানির তালিকায় অষ্টম স্থানে রয়েছে ITC। যেটির মার্কেট ক্যাপ হল ৪,৮১,২৭৪.৯৯ কোটি টাকা। সম্প্রতি এই সংস্থার মার্কেট ক্যাপে ৪,৭২২.৬৫ কোটি টাকার বৃদ্ধি ঘটেছে।

airtel sbi banking

পাশাপাশি, SBI এই তালিকায় রয়েছে নবম স্থানে। এটির মার্কেট ক্যাপ ৩,৭৯২.৯৬ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৪,৭১,১৭৪.৮৯ কোটি টাকায় পৌঁছেছে। এমতাবস্থায়, তালিকায় দশম স্থানে রয়েছে ভারতী এয়ারটেল। এটির মার্কেট ক্যাপ সম্প্রতি ৯,৫৩৩.৪৮ কোটি বৃদ্ধি পেয়ে আপাতত ৪,২৭,১১১.০৭ কোটি টাকায় রয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X