বড় চমক দিল বিজেপি, গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র পটেল

বাংলাহান্ট ডেস্কঃ গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র পটেল (bhupendra patel)। এই তালিকায় নিতিন পটেল, মনসুখ মান্ডব্য ও পুরুষোত্তম রূপালার নাম থাকলেও, ভূপেন্দ্র পটেলকে বেছে নিয়ে বড় চমক দিল বিজেপি। সূত্রের খবর, মোদী ও শাহের সম্মতিতেই তাঁকে বেছে নেওয়া হয়ছে।

প্রসঙ্গত, আচমকাই শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রুপানি। তবে ঠিক কি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, সে সম্পর্কে অবিশ্য কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, তাঁর কাজে খুশি ছিল না দিল্লীর শীর্ষ নেতৃত্বরা। তাই নির্বাচনের পূর্বে নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে, মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে ইস্তফা দিতে বলা হয়।

nc cv

গুজরাটের মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হার্দিক প্যাটেল বলেন, ‘মোদীজির নিজ রাজ্য গুজরাটেই যে ধীরে ধীরে জমি হারাচ্ছে বিজেপি, সেকথা খুব ভালো ভাবেই বুঝে গিয়েছে গেরুয়া শিবির এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। কংগ্রেস আগামী দিনে সরকার গড়বে গুজরাটে। আর সেটা বিজেপি এবং RSS বুঝতে পেরেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বলেন বিজয় রুপানিকে’।

তবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেও, সেই জায়গা পূরণ করতে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল ভূপেন্দ্র পটেল। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্মতিতেই রবিবার পাতিদার সম্প্রদায়ের ভূপেন্দ্র পটেলকেই বেছে নেওয়া হয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর