বাংলা হান্ট ডেস্ক: সদ্যই শুরু হয়েছে নতুন একটি বছর। আর নতুন বছরের শুরু থেকেই বিভিন্ন রকমের মহাজাগতিক ঘটনা ঘটে চলছে। এই আবহেই মহাকাশ বিজ্ঞানীরা শোনালেন দারুণ সংবাদ। এবার আকাশে সাধারণ চাঁদ (Moon) নয়, দেখা যাবে “নেকড়ে চাঁদ”। ইংরেজিতে নেকড়ে চাঁদের অর্থ হচ্ছে Wolf Moon। শুনতে খানিক অবাক লাগলেও এমনি তথ্য সামনে উঠে আসছে। প্রতিনিয়ত গ্রহদের স্থান পরিবর্তন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি তো রয়েছে। তার উপর নেকড়ে চাঁদের গল্প শুনে সকলের মনে কৌতূহল জেগেছে।
নেকড়ে চাঁদ (Moon) আসলে কি?
এতদিন পূর্ণিমার চাঁদ, অমাবস্যার চাঁদ সম্পর্কে সকলে জানতেন। কিন্তু কখনো “Wolf Moon” কিংবা “নেকড়ে চাঁদ” সম্পর্কে কেউই শোনেননি। তাহলে কি এটা কোনো অলৌকিক চাঁদ? না অলৌকিক নাহলেও বিষয়টি শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, শীতের সময় চারিদিকে যখন কুয়াশা থাকে তখন সম্পূর্ণ চাঁদ উঠলে নেকড়েরা তীক্ষ স্বরে ডেকে ওঠে। যদিও তারা এমনি এমনি ডাকে না।
কেউ বলেন এই স্বরের মাধ্যমে নাকি অন্য নেকড়েদের সাথে যোগাযোগ করার জন্য তারা আহ্বান জানায়। আবার কারোর মতে শিকার শুরু করার আগে ঘোষণা করতে এমনটা করে নেকড়েরা। আর তাদের স্বর ঠিক কতটা ভয়ঙ্কর সেটা সকলে বাস্তবে না শুনলেও সিনেমাতে নিশ্চয়ই শুনেছেন। পুরো বিষয়টি শুনে গায়ে কাঁটা দিচ্ছে। তবে এখনই ভয় পাবেন না। জানা গিয়েছে, এই সময় চাঁদের রং কিছুটা বদলে যেতেও পারে। হালকা লাল কিংবা রক্তাক্ত লাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জানুয়ারি মাসেই এই অভাবনীয় দৃশ্যের চাক্ষুষ দর্শন করতে পারবেন সকলে।
আরও পড়ুনঃ সাক্ষ্যই নেওয়া হয়নি! CBI তদন্তে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের পথে তিলোত্তমার বাবা-মা
কবে দেখা যাবে এই চাঁদঃ জানা গিয়েছে, বছরের পূর্ণিমাতেই দেখা যাবে এই চাঁদ। অর্থাৎ ১৪ জানুয়ারি আপনারা দেখতে পারবেন “Wolf Moon”। এমনকি খালি চোখেই দেখতে পাবেন এই রক্তাক্ত চাঁদ। বিষয়টি শুনতে হরোর সিনেমার মত লাগলেও এতে ভয় পাওয়ার তেমন কিছুই নেই। জানা গিয়েছে, জানুয়ারি মাসে আরো অনেক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছেন বিশ্ববাসী।
আরও পড়ুনঃ সর্বনাশ! ঘুষকাণ্ডে বিপদ বাড়ল আদানির, নিউ ইয়র্ক আদালত দিল বড় নির্দেশ
জানুয়ারি মাসে আর ঠিক কি কি ঘটনা ঘটতে চলেছেঃ জানা গিয়েছে, ৩ এবং ৪ জানুয়ারি উল্কাবৃষ্টি হবে। এছাড়াও, আকাশে Wolf Moon ওঠার ঠিক পরের দিন অর্থাৎ ১৫ জানুয়ারি খালি চোখে মঙ্গলগ্রহ দর্শন করা যাবে। বেশ বড় ও উজ্জ্বলভাবে আকাশে দেখা মিলবে লাল গ্রহ মঙ্গলের। শুধু কি তাই, ১৫ জানুয়ারির ঠিক তিন দিন পর শুক্র ও শনি গ্রহকে পাশাপাশি দেখা যাবে। অর্থাৎ ১৮ জানুয়ারি আরো একবার মহাজাগতিক ঘটনার নিদর্শন। যদিও এটা খালি চোখে দেখা যাবে না। তার জন্যে টেলিস্কোপের প্রয়োজন পড়বে। তবে মহাকাশপ্রেমীরা অপেক্ষা করছেন ১৪ জানুয়ারির জন্য, রাতের অন্ধকারে আকাশে রক্তাক্ত চাঁদ (Moon) দেখবে বলে।