এবার বড় চমক Bajaj-এর! অবিশ্বাস্য কম দামে হাজির হল নতুন Pulsar, এটির ফিচার্স জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগেই বাইক প্রেমীরা পেলেন বড় চমক! কারণ ইতিমধ্যেই Bajaj Auto সামনে আনল সংস্থার জনপ্রিয় বাইক Pulsar-এর আরও একটি নতুন মডেল। যেটির নাম দেওয়া হয়েছে Bajaj Pulsar N150। অত্যন্ত স্টাইলিশ এবং দুর্ধর্ষ ফিচার্সযুক্ত এই বাইকটির দামও অপেক্ষাকৃত অনেকটাই কম। উল্লেখ্য যে, Pulsar-এর ক্ষেত্রে গত দেড় বছরে দু’টি মডেল সামনে আনা হয়। সেগুলি হল Pulsar N250 এবং Pulsar N160।

এমতাবস্থায়, সদ্য লঞ্চ হওয়া Pulsar N150 বাইকটিও গ্রাহকদের কাছে বিশেষ জায়গা করে নেবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। বর্তমান প্রতিবেদনে এই দুর্ধর্ষ বাইকটির ডিজাইন সহ ফিচার্স এবং পারফরম্যান্সের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

The new Pulsar has arrived at an incredible low price

রয়েছে দুর্ধর্ষ ডিজাইন: প্রথমেই জানিয়ে রাখি যে, এই বাইকটি দেখতে অত্যন্ত স্টাইলিশ। পাশাপাশি, Pulsar N150 বাইকটির ডিজাইন ল্যাঙ্গুয়েড ডায়নামিক এবং ইনার্জেটিক ক্যারেক্টার লাইন দ্বারা সজ্জিত রয়েছে। শুধু তাই নয়, আরও আধুনিক অ্যারো-ডায়নামিজম উপলব্ধ রয়েছে বাইকটিতে। এছাড়াও, রয়েছে স্পোর্টিয়ার আন্ডারবেলি। যেটি উচ্চতর RPM-এ গ্রাউল করতে পারে। এদিকে, ফ্লোটিং বডি প্যানেলে রয়েছে বেলি প্যান সহ ফ্রন্ট ফেয়ারিং এবং ফ্রন্ট ফেন্ডার। উল্লেখ্য যে, বাইকের মাসকিউলার ট্র্যাঙ্কটি স্লিক, স্টাইলিশ ওয়েস্ট সেকশন দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: মহাকাশে ক্রমশ দাপট ভারতের! এবার এই গ্রহে মিশনের প্রস্তুতি নিচ্ছে ISRO, বড়সড় ঘোষণা সোমনাথের

মিলবে আকর্ষণীয় ফিচার্স: অনুমান করা হচ্ছে যে, Bajaj Pulsar N150 বাইকটি স্টাইল এবং ফিচার্স ও পারফরম্যান্সের বিচারে নতুন বেঞ্চমার্ক তৈরি করতে চলেছে। জানিয়ে রাখি যে, এই সেগমেন্টে প্রথম কোনো মডেলে LED প্রোজেক্টর হেডলাইট দেওয়া হয়েছে। এছাড়াও, বাইকের প্রশস্ত 120 ক্রস-সেকশন রিয়ার টায়ারটি রাইডের সময়ে দুর্ধর্ষ গ্রিপ ও স্টেবিলিটি দিতে সক্ষম। এছাড়াও, কাটিং-এজ ফিচার্সের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার্ড মনো-শক সাসপেনশন। যা বাইকটিকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে।

আরও পড়ুন: মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্কের লকারে ছিল ১৮ লক্ষ টাকা! পুরোটাই খেয়ে “ঢেকুর” তুলল উইপোকা, মাথায় হাত প্রৌঢ়ার

পারফরম্যান্স ও দাম: এবারে আসি মূল প্রসঙ্গে। Bajaj Pulsar N150 বাইকটি 14.5 PS পিক পাওয়ার এবং 13.5 Nm টর্ক দিতে সক্ষম। এদিকে, এর প্রশস্ত টর্ক ব্যান্ডটি দুই ভাগে বিভক্ত রয়েছে। এছাড়াও, এই বাইক রাইড করার সময়ে যেকোনো কঠিন পরিস্থিতিতে বাইকের কোনো দোদুল্যমানতাও অনুভূত হবে না। Bajaj Pulsar N150 বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে। যেটি চমৎকার ব্রেকিং কন্ট্রোল উপলব্ধ করবে। জেনে অবাক হবেন যে, এই দুর্ধর্ষ বাইকটির দাম হল ১.১৭ লক্ষ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর