বাংলা হান্ট ডেস্ক: এবার ঋণের কিস্তি পরিশোধে বিলম্বের জেরে যথেচ্ছ জরিমানার হাত থেকে শীঘ্রই স্বস্তি পেতে চলেছেন গ্রাহকেরা। এই প্রসঙ্গে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) জানিয়েছে যে, ব্যাঙ্কগুলিকে ঋণের কিস্তি পরিশোধে দেরি হওয়ার জন্য জরিমানার আলাদা বিবরণ দেওয়া হবে। পাশাপাশি, এই জরিমানার প্রক্রিয়া আরও স্বচ্ছ পদ্ধতিতে সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে। বর্তমানে, ঋণের কিস্তির দেরিতে পেনাল ইন্টারেস্টের ভিত্তিতে জরিমানা করা হয়। যা ঋণের মূল পরিমানে যুক্ত হয়ে যায়। প্রতিটি ব্যাঙ্কের বিভিন্ন পেনাল ইন্টারেস্ট রয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকেরা স্পষ্টভাবে জানতে পারেন না যে ঋণের কিস্তি পরিশোধে বিলম্বের জন্য তাঁদের ঠিক কত জরিমানা দিতে হবে।
নতুন নির্দেশিকা জারি করছে RBI: গত ৮ ফেব্রুয়ারি RBI-এর আর্থিক পর্যালোচনা সভার পর ঘোষণা করা হয়েছিল যে, শীঘ্রই এই বিষয়ে খসড়া নির্দেশিকা জারি করা হবে এবং সমস্ত স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রতিক্রিয়া চাওয়া হবে। অর্থাৎ, এবার থেকে নিজেদের মত জরিমানা পেনাল ইন্টারেস্ট হিসেবে আদায় করতে পারবেনা ব্যাঙ্ক।
এমন পরিস্থিতিতে, আর্থিক বিশেষজ্ঞদের মতে জরিমানার পরিমান আলাদাভাবে নির্ধারণ করে ব্যাঙ্কগুলি। এই মুহূর্তে পেনাল ইন্টারেস্ট নির্ভর করে ঋণের আকার এবং প্রকারের উপর। ঋণ পরিশোধের সময় পেনাল ইন্টারেস্টের বিষয়ে গ্রাহক এবং ব্যাঙ্কের মধ্যে একটি চুক্তি রয়েছে এবং পেনাল সুদের গণনা বার্ষিক ভিত্তিতে করা হয়।
এখন ২৪ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করা হয়: বিশেষজ্ঞদের মতে, মনে করুন পেনাল ইন্টারেস্ট যদি বার্ষিক ২৪ শতাংশ হয় এবং সেক্ষেত্রে যদি ৫০,০০০ টাকার মাসিক কিস্তি পরিশোধ না করা হয়, সেক্ষেত্রে এক মাসের জন্য জরিমানা হবে দুই শতাংশ। অর্থাৎ, ৫০,০০০ টাকার জন্য জরিমানা নেওয়া হবে ১,০০০ টাকা।
ঋণগ্রহীতাদের বিস্তারিত তথ্য জানাবেন রিকভারি এজেন্টরা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই RBI ডিজিটাল ঋণদান ইউনিটগুলিকে ঋণগ্রহীতাদের ডিফল্টের ক্ষেত্রে তাঁদের সাথে যোগাযোগ করার জন্য অনুমোদিত তালিকাভুক্ত এজেন্টদের নাম সম্পর্কে জানাতে বলেছে। পাশাপাশি, RBI জানিয়েছে যে, যদি কোনো গ্রাহক ঋণের অর্থ প্রদান করতে না পারেন এবং বিষয়টি রিকভারি এজেন্টের কাছে উল্লেখ করা হয়, সেক্ষেত্রে এজেন্ট গ্রাহককে ই-মেইল বা এসএমএসের মাধ্যমে বিষয়টি জানাবেন। অর্থাৎ, বর্তমানে ডিজিটাল ঋণ বিতরণ সংক্রান্ত নিয়ম আরও কড়া করেছে RBI।