লকডাউনের কারণে নতুন বউ বাপের বাড়ি থেকে আসতে নারাজ, থানায় স্বামী

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনই বাঁধা! স্বামীর কাছে আসতে পারল না স্ত্রী। মারণ ভাইরাস COVIED-19। যার জেরে চলছে সরকার ঘোষিত লকডাউন (lockdown)। আর এই লকডাউনে খুব দরকার ছাড়া বাড়ি থেকে বেরোনো নিষেধ।  এরইমধ্যে স্ত্রী বাড়ি আসতে অস্বীকার করায় পুলিশের দ্বারস্থ হলেন উত্তরপ্রদেশের সম্ভলের (Sambhal of Uttar Pradesh) এক ব্যক্তি। ওই মহিলা আমরোহায় বাবা-মার বাড়িতে রয়েছেন। কয়েকমাস আগে তাঁদের বিয়ে হয়েছে।

corona india 1

বিয়ের কয়েক সপ্তাহ পর বাবার বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। এরপর তাঁর স্বামী বাড়িতে ফেরার কথা বললেও লকডাউনের কারণ দেখিয়ে মহিলা রাজি হননি।
এজন্য গত শুক্রবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলার স্বামী। কিন্তু পুলিশের ওই মহিলার কথাই যুক্তিসঙ্গত মনে হয়েছে এবং তাঁর স্বামীকে লকডাউন ওঠা পর্যন্ত অপেক্ষা করতে বলেছে পুলিশ।

lockdown 2222

জানা গেছে, মাস দুয়েক আগে ওই মহিলা আরমোহ জেলায় বাবার বাড়িতে গিয়েছিলেন। লকডাউনের কারণে তিনি এরপর স্বামীর বাড়িতে ফিরতে পারেননি। স্বামী টেলিফোন করে তাঁকে চলে আসতে বলেন। জবাবে তিনি জানান যে, এই অবস্থায় পুলিশ তো যাতায়াতের অনুমতিই দেবে না। তখন তাঁর স্বামী অরেঞ্জ পাসের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। কিন্তু ওই মহিলা ওই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি বলেন, এই সময় অন্য কোথাও যাওয়ার মতো ঝুঁকি নিতে পারবেন না। কারণ, এতে তিনি করোনাভাইরাস আক্রান্ত হয়ে যেতে পারেন।

lockdown kolkata

ওই ব্যক্তি তাঁর শ্বশুরবাড়ির লোকজনদের সাহায্যেও স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন ওই মহিলা। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। পুলিশকে জানান, তাঁর মা অসুস্থ, যত্নআত্তির প্রয়োজন। পুলিশ অবশ্য এই যুক্তিতে কর্ণপাত করেনি। তারা ওই ব্যক্তি লকডাউন উঠে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।


সম্পর্কিত খবর