বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনা (corona) সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছিল লকডাউন। আর লকডাউন উঠে গেলেও বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে এখনও মানতে হচ্ছে সরকারি বিধিনিষেধ। অনেকেই বিয়ের অনুষ্ঠানের বেঁচে যাওয়া খরচ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছেন।
এবার দেখা গেল এক অনান্য নজির, মুম্বাইয়ের (Mumbai) এক দম্পতি বিয়ের খরচ বাঁচিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে ৫০টি শয্যা দান করলেন। খ্রিস্টান ওই দম্পতির নাম এরিক লোব (২৮) এবং মারলিন টসানো (২৭) । তাঁরা মুম্বইয়ের ভাসাইয়ের বাসিন্দা।
করোনা সংক্রমণে গোটা মহারাষ্ট্রেরই দিশেহারা অবস্থা। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ছাড়িয়েগিয়েছে। মৃতের সংখ্যা সাড়ে ছ’ হাজার ছাড়িয়েছে। সবথেকে খারাপ অবস্থা মুম্বইয়ের। দেশের বাণিজ্যনগরীতে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গিয়েছে।
মহারাষ্ট্রে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ। আর সরকারি কোয়ারেন্টাইন ব্যবস্থায় রয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ৷ ফলে, মহারাষ্ট্রের কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে শয্যার চাহিদাও যথেষ্টই রয়েছে।
মারলিন বলেন যে, পরিযায়ী শ্রমিকদের জন্য কমিউনিটি রান্নাঘরের ব্যবস্থা করা ছাড়াও তারা তাদের ট্রেনের ব্যবস্থা করার জন্যও কাজ করেছেন। তিনি অভিবাসী শ্রমিকদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। তাদের বিবাহের ক্ষেত্রে কোনও ব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তারা কোয়ারেন্টাইন সেন্টারের বিছানা, অক্সিজেন ইত্যাদির অনুদান দিয়েছেন।
দম্পতিরা মধুচন্দ্রিমার পরিবর্তে কোভিড কেয়ার সেন্টারে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তারা। দম্পতি আরও জানান যে, বিয়ের পরে তারা তাদের হানিমুনেও যাবে না। হানিমুনে যাওয়ার পরিবর্তে, তারা এখন কোভিড কেয়ার সেন্টারে রোগীদের জন্য কাজ করবে। দম্পতিকে স্থানীয় বিধায়ক ক্ষিতিজ ঠাকুরও প্রশংসা চিঠি দিয়েছেন।