বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বৃষ্টি (Rain) শুরু হয়ে গেছে। ঝোড়ো হাওয়া সাথে হালকা বৃষ্টি। কোথাও আবার বজ্রপাতসহ (Thunderstorm) ভারী বৃষ্টিও হয়েছে। কলকাতাতেও (Kolkata) বৃষ্টির পরিমাণ ভালোই ছিল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরে (Bay of Bengal) বিপরীত ঘূর্ণাবর্ত (Whirlwind) সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের ফলে এবার বসন্তেই (Spring) শুরু হবে বৃষ্টি (Rain)। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পাঁচ জেলা সহ দক্ষিণের নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম-সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা আগেই করেছিল আবহাওয়া দফতর। বাংলাদেশ (Bangladesh) ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। বিহার (Bihar), ঝাড়খন্ড-এও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
তবে বুধবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে, পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে। আবার বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস। তবে আগামী ৩ দিন ঝড় বৃষ্টি হলেও, রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
একদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে- আসানসোল থাকবে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে, ব্যারাকপুর ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ২১ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ২০ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ৬.৪ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ডহারবার ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, মালদহ ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি। সব জায়গাতেই তাপমাত্রার হেরফের লক্ষ্য করা যাবে এই সপ্তাহে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার