আবারও সন্ত্রাসবাদী গ্রেফতার রাজ্যে, শান্তিনিকেতনে NIA পাকড়াও করল ৬ জঙ্গিকে

বাংলাহান্ট ডেস্ক: মুশির্দাবাদের পর এবার বীরভূম (Birbhum)। বাংলা থেকে আবারও তল্লাশি চালিয়ে NIA পাকড়াও করল ৬ জন জঙ্গিকে। শান্তিনিকেতন (Shantiniketan) থানা এলাকা এই ৬ জনকে গ্রেপ্তার করল গোয়েন্দা দফতর।

মুর্শিদাবাদ এবং কেরলের এর্নাকুলাম থেকে ধৃত মোট ১২ জন আল কায়দা জঙ্গিকে দিল্লীতে নিয়ে চলছে ম‍্যারাথন জেরা পর্ব। এরই মধ্যে বীরভূম জেলা পুলিশ অভিযান চালিয়ে সন্ধান করল জঙ্গিঘাটির। গ্রেপ্তার করা এই ৬ জনের মধ্যে ৪ জনই বাংলাদেশী বলেও জানা গিয়েছে।

NIA 1

তল্লাশি চালায় পুলিশ
সম্প্রতি মুর্শিদাবাদ থেকে আল কায়দা জঙ্গি গ্রেপ্তারের পর থেকেই আশেপাশের এলাকাগুলোতে বীরভূম, নদিয়ায় চিরুনী তল্লাশি চালিয়েছে পুলিশ। এইভাবে চলতে চলতে তিন দিন আগে তালতোড় গ্রাম থেকে প্রান্তিক যাওয়ার পথে একটি বাড়িকে টার্গেট করে অভিযান চালায় পুলিশ। শনিবার রাতে শান্তিনিকেতন থানা এলাকার ওই বাড়িতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী।

IMG 20200928 163215

পুলিশের জালে ধরা পড়ে ৬ জন
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চালাতেই সাথে সাথেই সাফল্য মেলে। আগ্নেয়াস্ত্র, নাইন এমএম পিস্তল, বোমা তৈরির মশলা সহ ৬ জন পা দেয় পুলিশের জালে। ধরা পড়লেও তাদের অভিসন্ধি সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি পুলিশ। ধৃতদের সোমবার আদালতে তোলা হলেও, পুলিশী হেফাজতে রাখা হয় জেরার জন্য।

তাদের বিষয়ে কিছুই জানত না পড়শিরা
স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকাতেই দিলীপ ঘোষ নামে এক ব‍্যক্তির বাড়ি কয়েক মাস আগেই ভাড়া নেয় অভিযুক্ত ৪ জন। তবে দিলীপ বাবু সেখানে না থাকায়, তারা বাড়িটা নিজেদের মত করে ব‍্যবহার করে। তবে আশেপাশের লোকজন তাদের বিষয়ে কিছুই জানত না। তারা কারা, কোথা থেকে এসেছে, কি করে কিছুই জানত না। পুলিশ তল্লাশি জারি রেখেছে।

Smita Hari

সম্পর্কিত খবর