এ রাজ্য থেকে প্রবল সাড়া দেখে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে উৎসাহিত বিজেপি কর্তৃপক্ষ। লোকসভা ভোটে রাজ্যে এই দলের উত্থান যেন সংগঠনে নতুন গতি এনে দিয়েছে বিজেপি কে। সারা দেশে সদস্য সংখ্যার দিক থেকে সমস্ত রাজ্যকে পিছনে ফেলে আশ্চর্য ভাবে এক নম্বরে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।
লোকসভা ভোটের ফল বেরোবার ঠিক তিন মাসের মাথায় ২২ অাগস্ট বিজেপি নেতাদের দাবি, ‘‘পশ্চিমবঙ্গ থেকে ৭৭ লাখ মানুষ দলের সদস্য হয়েছেন। পরবর্তী লক্ষ্য ১ কোটি সদস্য সংগ্রহ।’’ এই অভিযান আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।
এক সময় জোড়াফুলের দখলে থাকা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলা রাজনৈতিক প্রেক্ষাপট বদলে ফেলে বর্তমানে গেরুয়া শিবিরের গড়। ভারতীয় জনতা পার্টির নেতাদের দাবি, সদস্য সংগ্রহের ক্ষেত্রে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে জলপাইগুড়ি। তার ঠিক পরেই রয়েছে দক্ষিণ দিনাজপুর। লোকসভা ভোটে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর থেকে বড়সড় সাফল্য পেয়েছে বিজেপি। দলের সদস্য সংগ্রহের ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ওই তিন জেলা।
বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ জানান, ‘‘কেন্দ্রীয় স্তর থেকে প্রাথমিক ভাবে ৫০ লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট দেওয়া হয়েছিল। পরে তা আরও ১০ লাখ বাড়ানো হয়। কেন্দ্রীয় স্তরের যে টার্গেট দেওয়া হয়েছিল আমরা তা অতিক্রম করতে পেরেছি। আমার বিশ্বাস, রাজ্যে বিজেপির সদস্য সংখ্যা ১ কোটি ছোঁবে। স্বাভাবিক ভাবেই আমরা মনে করি, আগামী রাজনৈতিক দিশাকে এই অগ্রগতি নতুন প্রেরণা দেবে।”