করোনাকালে কলকাতাবাসীর জন্য সুখবর, বাড়ছে মেট্রোর সংখ্যা, রইল সময়সূচী

   

বাংলা হান্ট ডেস্কঃ করোনা কালে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধের কারণে এই মুহূর্তে যথেষ্ট অস্বস্তিতে নিত্যযাত্রীরা। ভরসা শুধুমাত্র সরকারি এবং বেসরকারি বাস। এখনও সঠিকভাবে চালু হয়নি রেল পরিষেবা (rail transaction)। এমনকি কলকাতার মেট্রো (Kolkata Metro) পরিষেবাও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি। এরইমধ্যে আমজনতার জন্য না হলেও দৈনিক বিশেষ মেট্রো যাত্রীদের জন্য কিছুটা সুখবর দিল রেল কর্তৃপক্ষ।

জানানো হয়েছে, সোমবার থেকে আরও কিছুটা বাড়ানো হবে মেট্রোরেলের সংখ্যা। এই মুহূর্তে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক বা চিকিৎসার সঙ্গে জড়িত কর্মীরা, টেলিকম পরিষেবা, দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তরে কর্মরতরা, স্যানিটাইজেশন, বীমা, সংবাদমাধ্যম, আদালত, বিদ্যুৎ ও পানীয় জল সংক্রান্ত পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী, ব্যাংক কর্মী, হোম, সংশোধনাগার এবং নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা মেট্রোয় যাতায়াতের সুবিধা পাচ্ছেন। তবে তাদের জন্যও যথেষ্ট সংখ্যক মেট্রো নেই। এই কথা মাথায় রেখেই এবার মেট্রোরেলের সংখ্যা বাড়িয়ে ৪৫ জোড়ার বদলে ৫২ জোড়া করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

সোমবার থেকেই এই নতুন সুবিধা লাগু হবে। যদিও এখনই সাধারণ যাত্রীরা মেট্রোরেলে ওঠার সুযোগ পাচ্ছেন না তবে ধীরে ধীরে ফিরে আসছে স্বাভাবিক ছন্দ। করোনার দৈনিক সংক্রমণ এখন অনেকটাই কমেছে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। মৃত্যুর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯। যার জেরে ধীরে ধীরে আরও কিছু পরিষেবা ছাড় লাগু করছে সরকার।

kolkata metro

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার মোট ১০৪ টি মেট্রো চলবে সারাদিনে। প্রথম দফায় সকাল সাতটা থেকে সকাল এগারোটা অবধি ৮ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো। ১১ টা থেকে বিকেল ৩:১৫ অব্দি বন্ধ থাকবে পরিষেবা। বিকেল ৩:১৫ থেকে সন্ধ্যা ৭:১৫ অব্দি ফের মেট্রো পরিষেবা ব্যবহার করা যাবে। সন্ধ্যা ৭:১৫ তে দুই প্রান্তিক স্টেশন থেকে চলবে দিনের শেষ মেট্রো। মেট্রো রেলের সংখ্যা বাড়ায় নিত্যযাত্রীদের যে কিছুটা উপকার হবে তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর