বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মোবাইল নম্বর পোর্টেবিলিটির বিষয়টি। তবে, এবার এই বিষয়ের প্রসঙ্গে সামনে এল বড় আপডেট। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (Mobile Number Portability, MNP) পরিষেবা একটি বড় রেকর্ড তৈরি করেছে। গত শুক্রবার এই সংক্রান্ত ঘোষণা করেছে টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India)।
রেকর্ড তৈরি করল মোবাইল নম্বর পোর্টেবিলিটি (Mobile Number Portability) পরিষেবা:
TRAI জানিয়েছে যে গত ৬ জুলাই, ২০২৪-এর মধ্যে, মোবাইল পোর্টেবিলিটির (Mobile Number Portability) সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে TRAI এই পরিষেবাটি ২০১১ সালের ২০ জানুয়ারি শুরু করেছিল। এমতাবস্থায়, মোবাইল নম্বর পোর্টেবিলিটি পরিষেবা শুরু হওয়ার ক্ষেত্রে ইতিমধ্যেই ১৩ বছর পেরিয়ে গেছে।
এদিকে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা TRAI একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, “২০১১ সালের জানুয়ারি থেকে শুরু করে ২০২৪-এর ৬ জুলাই পর্যন্ত দেশে প্রসেস করা পোর্টিং রিকোয়েস্টের (Mobile Number Portability) সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে।”
আরও পড়ুন: জবাব নেই সূর্যের! মাত্র ৬৯ ম্যাচেই গড়ে ফেললেন বিরাট নজির, টপকে যাবেন কোহলিকেও
Mobile Number Portability পরিষেবা কি: জানিয়ে রাখি যে, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (Mobile Number Portability) পরিষেবায়, গ্রাহক তাঁর মোবাইল নম্বর পরিবর্তন না করেই পরিষেবা প্রদানকারী অর্থাৎ নেটওয়ার্ক প্রদানকারী কোম্পানি পরিবর্তন করতে পারেন। অর্থাৎ, সোজা কথায় আপনার মোবাইল নম্বর পরিবর্তন না করে একটি টেলিকম কোম্পানি থেকে অন্য টেলিকম কোম্পানিতে পরিবর্তন করাকে পোর্টিং বলে।
আরও পড়ুন: টিম ইন্ডিয়াতেও KKR-এর মতো “অবহেলার শিকার” রিঙ্কু! গম্ভীরের উদ্দেশ্যে চটে লাল অনুরাগীরা
কাদের জন্য এই পরিষেবা উপকারী: যখন কোনও ব্যক্তি দুর্বল নেটওয়ার্কের কারণে বা অন্যান্য কারণবশত নম্বর না পাল্টেই ভিন্ন টেলিকম কোম্পানিতে যেতে চান তখন তাঁরা এই পরিষেবাটির (Mobile Number Portability) সুবিধা নিতে পারেন। সহজ ভাবে বললে এই পরিষেবাটি সেই সমস্ত গ্রাহকদের জন্য বিশেষভাবে উপকারী যাঁরা পরিষেবা এবং রিচার্জ প্ল্যানের দামকে মাথায় রেখে টেলিকম কোম্পানি পরিবর্তন করতে চান।