বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) হামলায় গোটা বিশ্বের মতই পর্যটন স্থান সুন্দরবন (Sundarbans) এখন জনমানবহীন। আর এই সুযোগেই সমগ্র বনাঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা। নেই মানুষের আনাগোনা, যার জেরে নিজের মর্জিতে দিন যাপন করছে প্রাণীরা। সমস্ত নিষেধ উপেক্ষা করে আবার কখনও বেরিয়ে পড়ছে সোজা লোকালয়ের দিকেই। তবে এতকিছুর মধ্যেও আনন্দ সংবাদ নিয়ে এল বনমন্ত্রী। এবছরে শুধুমাত্র সুন্দরবনেই রয়্যাল বেঙ্গল টাইগারের (Bengal tiger) সংখ্যা বেড়ে হল ৯৬।
সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬
সুন্দরবনের বনদফতর কমিটির পক্ষ থেকে সমিক্ষা করে দেখা গেছে গতবছর বাঘের সংখ্যা ছিল ৮৮। আর এবছর বেড়েছে আরও ৮ টি বাঘ। যার ফলে শুধুমাত্র বাংলাতেই সুন্দরবনে মোট রয়্যাল বেঙ্গল টাইগার হল ৯৬ টি। যার মধ্যে ১১ টি রয়েছে বাঘ শাবক, ২৩ টি বাঘ এবং ৪৩ টি বাঘিনী। বাঘের গায়ের ডোরাকাটা দাগ দেখে এই নির্বাচন করা হয়। তবে এখনও বেশকিছু বাঘের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে, নিজ্জুমেই বাড়ছে বাঘের সংখ্যা।
বাঘের সংখ্যা পর্যবেক্ষণ পদ্ধতি
৩৭০০ স্কোয়ার কিলোমিটার বিস্তৃত সুন্দরবন অঞ্চলে গত নভেম্বর থেকে ফেব্রুয়ারী অবধি বাঘের চলাচলের উপর নজর রাখা হয়েছিল। এই কাজে ১২০০ ট্রাপ ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। এবং যার ফলাফল এখন সকলের সামনে। করোনার সংকটের মধ্যেও এ যেন এক আনন্দ সংবাদ। মহামারি থেমে যাওয়ার পর বহু মানুষ এই বন্য সৌন্দর্য্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত।
সুন্দরবন কর্তৃপক্ষ জানায়
নতুন করে মোট ৮ টি বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমরা অত্যন্ত আনন্দিত। অনেক জায়গায় দেখা যায় বাঘের সংখ্যা কমতে, আবার কোথাও কোথাও না কমে স্থির থাকতে দেখা যায়। আবার বাড়লেও খুব কম সংখ্যায় বাড়ে। তবে সুন্দরবনে গতবছর ছিল ৮৮ টি বাঘ। আর এবছর ৮ টি বেড়ে হয়েছে ৯৬ টি’।