একাদশে রেজিস্ট্রেশন করেও দিচ্ছে না উচ্চ-মাধ্যমিক! চার বছরে ৪ লক্ষ স্কুলছুট বাংলায়

বাংলা হান্ট ডেস্কঃ কদিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবার পালা উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary)। হাতে আর মাত্র দু’দিন। আগামী তিন মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রথাগত পদ্ধতিতে এবারই শেষবারের মতো উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা। জানা যাচ্ছে,পশ্চিমবঙ্গে আগামী বছর থেকে পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে।

রাজ্যে এববছর উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা দেবেন মোট ৫ লক্ষ ৮ হাজার পরীক্ষার্থী।তবে এরই মধ্যে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, উচ্চ-মাধ্যমিকের পরীক্ষার্থীদের তুলনায় একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশনের সংখ্য়া ছিল অনেক বেশি।

রেজিট্রেশন করেও উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) দিচ্ছেন না বাংলার পড়ুয়ারা

বুধবার এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharjee)। ওই বৈঠক থেকে তিনি জানিয়েছেন ২০২৩ সালে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিলেন মোট ৫ লক্ষ৬৫ হাজার ৪২৮ জন। উত্তীর্ণ সেই পড়ুয়াদের মধ্যে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিলেন মোট ৫ লক্ষ ৫৩ হাজার পড়ুয়া। কিন্তু তাঁদের মধ্যে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মাত্র ৫ লক্ষ ৮ হাজার পরীক্ষার্থী। অর্থাৎ,রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসছেন না ৪৫ হাজার পড়ুয়া। যা নিঃসন্দেহে উদ্বেগজনক।

আরও পড়ুন: দু’বছর পার! কিছুই করতে পারেনি রাজ্য পুলিশ! হাইকোর্টের নির্দেশে ‘এই’ মামলা গেল CID-র হাতে

বিগত কয়েক বছরে স্কুলছুট কমাতে রাজ্যের ছেলেমেয়েদের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যার মধ্যে অন্যতম ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। পরীক্ষার্থীদের ডিজিটাল পড়াশোনার সুবিধার্থে এই প্রকল্পের মাধ্যমে একাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠানো হয় ট্যাব কেনার টাকা। দাবি করা হয়েছিল এই প্রকল্প চালুর পর পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে পড়ুয়াদের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পড়ুয়াদের উৎসাহী করতে রাজ্য সরকার একের পর প্রকল্প চালু করলেও উচ্চ-মাধ্যমিক স্তর থেকেই একবছরে স্কুল ছুটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার।

Higher Secondary

জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে গত চার বছরে একাদশ শ্রেণিতেই পড়াশোনা ছেড়েছে প্রায় ৪ লক্ষ ৩১ হাজার পড়ুয়া। অর্থাৎ প্রত্যেক বছর উচ্চ-মাধ্যমিক পরীক্ষা থেকে মুখ ফেরাচ্ছেন গড়ে এক লক্ষ পড়ুয়া। কিন্তু প্রশ্ন হল, তবে কোথায় হারিয়ে যাচ্ছে এই পড়ুয়ারা? একাধিক সরকারি  প্রকল্প চালু থাকার পরেও কেন বাড়ছে স্কুলছুট? এই প্রসঙ্গে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পাল্টা যুক্তি দিয়ে জানিয়েছেন, ‘পড়ুয়াদের একাংশ পলিটেকনিক পড়ার দিকে আগ্রহ দেখাচ্ছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর