চলন্ত ট্রেনে মর্মান্তিক দুর্ঘটনা! আচমকাই নিচে পড়ল আপার বার্থ, ঘাড় ভেঙে মৃত্যু হল বৃদ্ধের

   

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশের (India) বিভিন্ন প্রান্তে ঘটছে একের পর এক রেল দুর্ঘটনা। যেখানে যাত্রীরা হারাচ্ছেন প্রাণও। যার ফলে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রেলকে (Indian Railways)। তবে, এবার যে ঘটনাটি ঘটল সেটি নিঃসন্দেহে নজিরবিহীন এবং মর্মান্তিকও বটে। মূলত, সম্প্রতি চলন্ত ট্রেনের আপার বার্থ ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধের। জানা গিয়েছে যে, ট্রেন চলাকালীন আচমকাই ওই বৃদ্ধের ওপর ভেঙে পড়ে আপার বার্থটি।

তিনি সেইসময়ে শুয়েছিলেন নিচের বার্থে। এদিকে, ওপরের বার্থটি হঠাৎ ভেঙে যাওয়ায় ওই বার্থে থাকা যাত্রীও পড়ে যান বৃদ্ধের ঘাড়ের ওপর। ওই দুর্ঘটনায় ঘাড়ের হাড় ভেঙে যায় ওই বৃদ্ধের। এমতাবস্থায়, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, কেরলের মলপ্পুরম জেলার মারানচেরি শহরের বাসিন্দা ওই বৃদ্ধের নাম আলি খান সিকে।

আরও পড়ুন: সেমিফাইনালে এবার উঠবে ঝড়! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20 ম্যাচ খেলবেন ভারতের এই দুর্ধর্ষ খেলোয়াড়

গত সপ্তাহে ওই বৃদ্ধ তাঁর এক বন্ধুর সঙ্গে কেরল থেকে দিল্লি যাচ্ছিলেন। সেইসময়ে এর্নাকুলাম থেকে হযরত নিজামুদ্দিন যাওয়া মিলেনিয়াম এক্সপ্রেস ট্রেনটি তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের কাছাকাছি পৌঁছলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, ওই বৃদ্ধ সবথেকে নিচের বার্থটিতে শুয়েছিলেন। হঠাৎই একটি আচমকা শব্দ হয় এবং ওপরের বার্থটি ভেঙে গিয়ে যাত্রীসহ সেটি নিচের বার্থে থাকা বৃদ্ধের ওপরে ভেঙে পড়ে। যার ফলে গুরুতরভাবে জখম হন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপে সেমিফাইনালের আগেই এল “খারাপ খবর”! বিরাট ধাক্কা পেল ভারত

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ট্রেন থামিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন তাঁর ঘাড়ের তিনটি হাড় ভেঙে গিয়েছে। আহত বৃদ্ধকে এরপর হায়দ্রাবাদের কেআইএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হলেও সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই এই দুর্ঘটনাকে সামনে রেখে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেরলের কংগ্রেস বিষয়টির পরিপ্রেক্ষিতে সরব হয়েছে। পাশাপাশি, এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে মোদী সরকারকে।

এদিকে, কিভাবে ট্রেনের আপার বার্থ ভেঙে পড়ল সেই কারণ এখনও স্পষ্ট না হলেও সমগ্র বিষয়টির পরিপ্রেক্ষিতে রেলের তরফে প্রতিক্রিয়া জানানো হয়েছে। দুর্ঘটনার পরে রেল মন্ত্রকের অফিশিয়াল মুখপাত্র “এক্স” হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, “ওপরে থাকা বার্থের চেনটি একজন যাত্রী ভুলভাবে বসানোর কারণে ওই বার্থের সিটটি নিচে পড়ে যায়। সিটটি যে ক্ষতিগ্রস্থ অবস্থায় ছিল না তা স্পষ্ট হয়েছে। নিজামু্দ্দিন স্টেশনে সিটটিকে পরীক্ষা করলে দেখা যায় সেটা ঠিক রয়েছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর