বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে সাইবার প্রতারণার (Cyber Fraud) ঘটনা। এমনকি, সামান্য অসাবধান হলেই চরম বিপদের সম্মুখীন হচ্ছেন অনেকে। যার ফলে, এহেন জালিয়াতি চিন্তা বৃদ্ধি করছে বিশেষজ্ঞদেরও। মূলত, প্রতারকরা মানুষকে ফাঁসানোর জন্য একের পর এক পদ্ধতি অবলম্বন করছে। যার ফলে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রীতিমতো ফাঁকা হয়ে যাচ্ছে।
এমতাবস্থায়, এবার ঠিক সেই রকমই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুম্বাইয়ের ৮০ বছর বয়সী এক বৃদ্ধ এবার সাইবার প্রতারণার শিকার হয়েছেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, ১৫৫ টাকার রিচার্জ করতে গিয়ে তিনি লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
মূলত, প্রতারকরা বয়স্কদের কাছ থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে তাদের কার্যসিদ্ধি করার অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। আর সেই কারণেই কোনো বিপদ আঁচ করার আগেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রবীণ ব্যক্তিরা।
এইভাবে ঘটেছে প্রতারণা: জানা গিয়েছে, ওই বয়স্ক ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার। তিনি ১৫৫ টাকার রিচার্জের জন্য অনলাইন পেমেন্ট করেছিলেন। যদিও, তাঁর টাকা কেটে নিলেও রিচার্জ সম্পন্ন হয়নি। এমতাবস্থায়, তিনি তাঁর সার্ভিস প্রোভাইডারকে (Airtel) এই বিষয়ে মেল করেন। তারপরে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ তাঁকে ব্যাঙ্কে যোগাযোগ করতে বলেন। এদিকে, ব্যাঙ্কে যাওয়ার পর তাঁকে জানানো হয় যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫৫ টাকা কেটে নেওয়া হয়েছে।
রিফান্ড প্রসেসিংয়ের নামে অ্যাপ ডাউনলোড করতে বলা হয়: এই প্রসঙ্গে দায়ের করা মামলা অনুসারে জানা গিয়েছে যে, গত শুক্রবার বিকেলে ওই বৃদ্ধ রাহুল নামে এক ব্যক্তির কাছ থেকে একটি ফোন পান। যে নিজেকে Airtel-এর কাস্টমার কেয়ারের এক্সিকিউটিভ হিসেবে পরিচয় দেয়।
পাশাপাশি, ওই ব্যক্তি জানায় যে, কোম্পানির তরফে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫৫ টাকা ফেরত দেওয়া হচ্ছে। এদিকে, টাকা ফেরত দেওয়ার অজুহাতে ওই ব্যক্তি তখন বৃদ্ধকে তাঁর মোবাইল ফোনে “RustDesk” নামের একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। এমনকি, ওই বৃদ্ধকে সংশ্লিষ্ট অ্যাপে ডেবিট কার্ড স্ক্যান করতেও বলা হয়। যার মাধ্যমে কার্ডের CVV সহ বিস্তারিত তথ্য জেনে যায় অপরাধীরা। আর তারপরেই বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১,০২,০০০ টাকা।