বাংলা হান্ট ডেস্ক: আমাদের পৃথিবীতে এক ভাগ স্থল, তিন ভাগ জল। এমতাবস্থায়, ভারতের (India) ওপর দিয়েও বয়ে যাচ্ছে একের পর এক নদী। যার মধ্যে গঙ্গা, যমুনা, সরস্বতী, ব্রহ্মপুত্রের মতো একাধিক নদী রয়েছে। বলা হয়, এই নদীগুলিই নাকি ভারতের সৌন্দর্যের অন্যতম রূপ। তবে, ভারতের অধিকাংশ নদী প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্ব দিকে। যদিও, দেশে এমন একটি নদীও রয়েছে যা সর্বদা উল্টোদিকে প্রবাহিত হয়। বয়ে চলে পূর্ব থেকে পশ্চিম দিকে।
ভারতের (India) এই নদী প্রবাহিত হয় উল্টোদিকে:
বিষয়টি শুনতে অবাক লাগলেও একথাই সত্যি। পাশাপাশি, সকলে এই নদীকে অত্যন্ত পবিত্র বলেই গণ্য করেন। আর এই পবিত্র নদীর নাম হচ্ছে নর্মদা। এটিই একমাত্র নদী যা প্রবাহিত হয় উল্টোদিকে। জানিয়ে রাখি যে, এই নদী ভারতের (India) মধ্যে পঞ্চম দীর্ঘতম নদী। নর্মদা নদী ভারতের মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে গুজরাটের সম্ভাত উপসাগর পর্যন্ত বিস্তৃত। এই নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা হিসেবে বিবেচিত করা হয়।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই নদী বিপরীতে প্রবাহিত হওয়ার কারণ কি: এই নদীর বিপরীতে প্রবাহিত হওয়ার পেছনে ধর্মীয় এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে। সবার আগে আমরা জেনে নেব এর বৈজ্ঞানিক কারণ। আসলে এই নর্মদা নদী স্রোতের বিপরীত প্রবাহিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে রিফ্ট ভ্যালি।
আরও পড়ুন: ১৪৭ বছরে প্রথমবার….ইতিহাস তৈরির পথে কোহলি! সচিনের বিশ্ব রেকর্ডও সহজেই দেবেন ভেঙে
এই রিফ্ট ভ্যালির অর্থ হচ্ছে, নদী যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত ঢাল। আর ঠিক এই ঢালের কারণে এই নদী বিপরীতে প্রবাহিত হয়। এর গতিপথ পূর্ব থেকে পশ্চিম দিকে হয়ে থাকে। যেটি পরবর্তীকালে মিলিত হয়েছে আরব সাগরে। তবে এটা গেল বৈজ্ঞানিক কারণ।
আরও পড়ুন: এবার বিরাট নজির গড়ল রতন টাটার এই কোম্পানি! এক ঝটকায় মিলবে ৫,৪৮০ কোটি, জানলে হবেন “থ”
বিপরীতে প্রবাহিত হওয়ার ধর্মীয় কারণ কি: আসলে এই নদীকে ঘিরে রয়েছে এক পৌরাণিক কাহিনি। সেই কাহিনী অনুসারে, সোনভদ্রের সঙ্গে নর্মদার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের কিছুদিন আগে নর্মদা জানতে পারেন সোনভদ্রের জোহিলার প্রতি প্রবল আগ্রহ রয়েছে। আর এই বিষয়টি শুনতে পেয়ে নর্মদা প্রবল ক্ষুব্ধ হয়ে পড়েন এবং সারাজীবন কুমারী থাকার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, এই অপমান সহ্য করতে না পেরে তিনি মন্ডপের বিপরীত দিকে হাঁটা শুরু করেন। আর সেই থেকেই নাকি নর্মদা স্রোতের বিপরীতে প্রবাহিত হয়।