এটাই পৃথিবীর একমাত্র প্রাণী, যে কলি যুগেও অমরত্ব লাভ করেছে

বাংলাহান্ট ডেস্ক : এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যার মরণ নেই। এককথায় বলা যায়, সে অমরত্ব লাভ করেছে। কি অবাক হচ্ছেন? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। নিশ্চয়ই ভাবছেন সেই প্রাণীর নাম? আজকের প্রতিবেদনে আমরা সেই প্রাণীটিকে নিয়ে আলোচনা করব। এই অমর প্রাণীর নাম হল Turritopsis Dohrnii, এটি জেলিফিশের একটি প্রজাতি।

জানা গিয়েছে, পৃথিবীর প্রাণীকুলের মধ্যে এরাই একমাত্র অমরত্বের অধিকারী। তাই এর বয়স সঠিকভাবে বলাও যায় না। এই প্রাণীটির বিশেষত্ব হল পরিণত হওয়ার পর এটি আবার প্রথম পর্যায় ফিরে আসে। তাই জৈবভাবে এই জেলিফিস কখনোই মরে না। একে অমর জেলিফিশও বলা হয়ে থাকে। আপনার জানলে অবাক হবেন যে Turritopsis Dohrnii এর শরীরে আটটি কান্ড রয়েছে।

তবে যৌনভাবে পরিপক্ক জেলিফিশের ক্ষেত্রে ৮০ থেকে ৯০টি কাণ্ড থাকতে পারে। এরা সাধারণত সমুদ্রের তলদেশে বাস করে। সমুদ্রের তাপমাত্রা যদি ২০ থেকে ২২ ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে তারা ৩০ দিনের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এবং আবার শিশু হয়। আবার যদি সমুদ্রের তাপমাত্রা ১৪ থেকে ২৫ ডিগ্রি হয় তাহলে তারা ১৮ থেকে ২২ দিনের মধ্যে যৌনভাবে পরিপক্ক হয় এবং আবার শিশুতে পরিণত হয়।

যখন এই Turritopsis Dohrnii সম্পূর্ণরূপে বিকশিত হয় তখন এদের দেহের ব্যাস হয় ৪.৫ মিমি। এমনকি এদের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় বলে জানা গেছে। এছাড়াও এই জেলিফিশের আরও অনেক প্রজাতি রয়েছে। Turritopsis Dohrnii এর উৎপত্তি প্রশান্ত মহাসাগরে হলেও এখন প্রায় সব সাগরেই এদের পাওয়া যায়।

https://twitter.com/inaturalistnz/status/1101022662325747713?s=20

কিন্তু ট্রান্স-আর্কটিক ভ্রমণের মাধ্যমে এটি সারা বিশ্বের সমুদ্রে ছড়িয়ে পড়েছে। কেউ এই প্রজাতির বিশ্বব্যাপী বিস্তার সম্পর্কে এখনো পর্যন্ত জানতে পারেনি, কারণ তারা আকারে অত্যন্ত ছোট এবং স্বচ্ছ হয়। এটি নীরবে সারা বিশ্বে তার সাম্রাজ্য বিস্তার করে চলেছে। এখন বিশ্বের বিভিন্ন মহাসাগরে এদের দেখতে পাওয়া যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর