শুধুমাত্র নো-বল দেখার জন্য অতিরিক্ত আম্পায়ার থাকবে আইপিএলে।

2020 আইপিএলে অভিনব উদ্যোগ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে এবার থেকে আইপিএলে অতিরিক্ত আম্পায়ার নিয়োগ করা হবে। শুধুমাত্র নো-বল দেখার জন্য অতিরিক্ত আম্পায়ার নিয়োগ করবে বিসিসিআই। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড আম্পায়ারদের ভুলভ্রান্তি কমাতে এবং আইপিএল কে আরো বেশি স্বচ্ছ করে তোলার জন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছে।

2019 সালের আইপিএলে নো বল নিয়ে বারেবারে বিতর্ক সৃষ্টি হয়েছিল আইপিএলে। এমন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে একেবারে সঠিক নো বল হওয়ার সত্ত্বেও আম্পায়ারের ভুলের কারণবশত সেগুলো নো বল দেওয়া হয়নি। আর যার কারণে বিপক্ষ দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন অনেক ক্ষেত্রে হয়েছে যেগুলো নো বল দেওয়া হলে হয়তো ম্যাচের মোড় ঘুরে যেতে পারত কিন্তু সেগুলি নো বল দেওয়া হয় নি। এছাড়াও এমন অনেকবার হয়েছে যেগুলো নো বল না হওয়া সত্বেও নো বল দিয়ে দেওয়া হয়েছে। আর তাই বারেবারে আইপিএলের মতো এত বড় ক্রিকেট লীগে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে। আর তাই এবারে আইপিএলকে আরো বেশি পরিমাণে স্বচ্ছ করে তোলার জন্যই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

Nigel Llong A 190507F1050

আর তাই আম্পায়ারদের ভুল কমিয়ে আইপিএলকে স্বচ্ছ করে তোলার জন্য সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে প্রত্যেক ম্যাচে শুধুমাত্র নো-বল মনিটর করার জন্য একজন করে অতিরিক্ত আম্পায়ার থাকবে, এই আম্পায়ারের নাম দেওয়া হয়েছে ‘নো-বল আম্পায়ার।’

মঙ্গলবার আইপিএলে গভর্নিং কমিটি এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন। এবং তারা এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে রঞ্জি ট্রফি বা অন্য কোন ঘরোয়া লিগে প্রথম পরীক্ষামূলক ভাবে এই স্পেশাল আম্পায়ারিং ব্যবহার করা হবে আর তারপরে আইপিএলে রাখা হবে এই নো-বল আম্পায়ার। এছাড়া বিসিসিআই সূত্রে জানানো হয়েছে যে এই স্পেশাল আম্পায়ার ফিল্ড আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ারের সাথে সমন্বয় রেখেই কাজ করবেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর