বাংলাহান্ট ডেস্কঃ রেশনে সরু চালের পরিবর্তে মোটা চাল দেওয়ার অভিযোগে রেশন নেওয়া বন্ধ করে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সিঙ্গুরের মির্জাপুর (Mirzapur of Singur) গ্রামে।
স্থানীয় মানুষের অভিযোগ, অন্যান্য রেশনে সরু চাল দেওয়া হলেও মির্জাপুরের ডিলার তা সরিয়ে রেখে মোটা চাল বিলি করছে। গ্ৰামবাসীরা প্রতিবাদ জানলে মানতে চাননি রেশন ডিলার অসিত সাঁধুখা। তারপরই সরু চাল দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্ৰামবাসীরা। পরে সিঙ্গুর থানার পুলিস ও মির্জাপুর বাঁকিপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুকুমার দে গিয়ে আলোচনা করে রেশন চালু করেন। গ্ৰামবাসীদের আরও অভিযোগ, চাল মাপার জন্য ডিজিট্যাল মেশিন চালু থাকলেও এখানে সেই পুরনো দাঁড়ি পাল্লাতেই চাল, গম মেপে রেশন দেওয়া হয়। সেখানে অনেক সময় ওজনে কারচুপি করা হয় বলে অভিযোগ।]
পরে সিঙ্গুর থানার পুলিস ও মির্জাপুর বাঁকিপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুকুমার দে গিয়ে আলোচনা করে রেশন চালু করেন। গ্ৰামবাসীদের আরও অভিযোগ, চাল মাপার জন্য ডিজিট্যাল মেশিন চালু থাকলেও এখানে সেই পুরনো দাঁড়ি পাল্লাতেই চাল, গম মেপে রেশন দেওয়া হয়। সেখানে অনেক সময় ওজনে কারচুপি করা হয় বলে অভিযোগ। বলা বাহুল্য, রাজ্য জুড়ে রেশন নিয়ে অভিযোগের শেষ নেই। তবে এ এক অন্য ধরনের অভিযোগ! চাল পাচ্ছেন, ডালও পাচ্ছেন! কিন্তু পাওয়ার কথা সরু , সবাই পাচ্ছেন মোটা
অসিত সাঁধুখার (Asit Sandhukhar) মতে, আমি যা মাল পেয়েছি তাই দিয়েছি। পঞ্চায়েত প্রধান সুকুমার দের মতে, চাল নিয়ে সকালে একটা ঝামেলা হয়েছিল। তবে তা আলোচনার মাধ্যমে মিটে যায়। আগামী দিনে স্লিপ দেওয়া হবে বলে জানান তিনি।