মানবিক মালিক! দীপাবলি উপলক্ষে কর্মচারীদের গাড়ি ও বাইক উপহার দিয়ে চমকে দিলেন স্বর্ণ ব্যবসায়ী

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে ইতিমধ্যেই উৎসবের মরশুম (Festive Season) শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, ক্রমশ এগিয়ে আসছে দীপাবলি (Diwali)। যার ফলে বাড়তি এক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে সর্বত্র। সর্বোপরি, এই সময়টাতে দেশের অনেক জায়গায় উপহার আদান-প্রদানের চলও রয়েছে। সেই রেশ বজায় রেখেই এবার চেন্নাইয়ের (Chennai) একজন স্বর্ণ ব্যবসায়ী তাঁর কর্মচারী এবং সহযোগীদের প্রায় ১.২ কোটি টাকা মূল্যের গাড়ি এবং বাইক উপহার দিয়ে সবাইকে চমকে দিয়েছেন।

পাশাপাশি, তাঁর এই বিপুল উপহার প্রদানের প্রসঙ্গটি উঠে এসেছে খবরের শিরোনামেও। এই প্রসঙ্গে জয়ন্তী লাল নামের ওই স্বর্ণ ব্যবসায়ী জানিয়েছেন যে, তিনি তাঁর মোট ১০ জন কর্মচারীকে গাড়ি এবং ২০ জন কর্মচারীকে বাইক উপহার হিসেবে দিয়েছেন। এদিকে, সংবাদ সংস্থা এএনআই-এর একটি খবর অনুসারে, জয়ন্তী লাল জানিয়েছেন, তাঁর কর্মীরা তাঁর কাছে পরিবারের মত। পাশাপাশি, তাঁরা প্রতিটি উত্থান-পতনে তাঁর সাথে ছিলেন এবং কাজ করেছেন।

   

এছাড়াও, ওই স্বর্ণ ব্যবসায়ী আরও জানান, এই উপহার দেওয়ার বিষয়টি তাঁর কর্মচারীদের আরও ভালো ভাবে কাজ করতে উৎসাহিত করবে। পাশাপাশি, প্রত্যেক ব্যবসায়ীর তাঁদের কর্মচারী ও সহকর্মীদের উপহার দিয়ে সম্মানিত করা উচিত বলেও মনে করেছেন তিনি। এমতাবস্থায়, জয়ন্তী লালের কাছ থেকে উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর কর্মচারীরা।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই বিপুল পরিমান উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। বরং এর আগে, সুরাটের কোটিপতি হিরে ব্যবসায়ী সাভজি ঢোলাকিয়া তাঁর কর্মীদের ফ্ল্যাট, গাড়ি এবং অন্যান্য মূল্যবান উপহার দিয়ে রীতিমতো নজির তৈরি করেছিলেন। ২০১৬ সালে, তিনি প্রথমবারের মতো দীপাবলি বোনাস হিসাবে ৪০০ টি ফ্ল্যাট এবং ১,২৬০ টি গাড়ি তাঁর কর্মচারীদের উপহার দিয়েছিলেন।

এমনকি, তারপরেও বেশ কিছু বছর যাবৎ তিনি এই উপহারের বিষয়টি চালিয়ে যান। তবে, এবার চেন্নাইয়ের এই স্বর্ণ ব্যবসায়ী ঠিক সেই পথেই হেঁটেছেন। পাশাপাশি, এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই ব্যবসায়ীকে কুর্ণিশ জানাচ্ছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর