ঘোর সঙ্কটের সম্মুখীন হতে চলেছে রাজ্যবাসী, বাংলা জুড়ে ধর্মঘট ডাকল পেট্রোল পাম্প সংগঠন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া হলেও, বাড়েনি মালিকদের কমিশন। এছাড়াও রয়েছে বেশকিছু জোরালো দাবী, যা পূরণের জন্য আগামিকাল রাজ্যব্যাপী ধর্মঘটের দিল পেট্রোলিয়াম ডিলারস সংগঠন (Petrol Pump Dealers Association)।

প্রায় ৩০০০ পেট্রোল পাম্প (petrol pump) রয়েছে এই সংগঠনের আয়ত্তায়। এর মধ্যে আবার কিছু রয়েছে উত্তরবঙ্গেও। মঙ্গলবার ভোর ছটা থেকে বুধবার ভোর ছটা পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কয়েক হাজার পেট্রোল পাম্প। তবে এর মধ্যে কিছু পেট্রোল পাম্প আবার এই ধর্মঘটে যুক্ত হতে নারাজ হয়েছে।

মালিকদের দাবী, পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া হলেও, বাড়েনি তাঁদের কমিশন। তারউপর আবার পেট্রোলের সঙ্গে ইথানল ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে। ৪ হাজার লিটার পেট্রোলের সঙ্গে প্রায় ৪০০ লিটার ইথানল মেশানো হচ্ছে। তবে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, আরও বেশি পরিমাণে পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর পরিকল্পনা থাকলেও, তার উল্টোটাই হচ্ছে বলে দাবী তাঁদের।

আবার এই মরশুমে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায়, শহর ও শহরতলির পাম্পগুলিতে থাকা ফুয়েল রিজার্ভারে জল ঢুকে এক বিপত্তি দেখা দিয়েছে। এমনকি ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ামের নিজস্ব পেট্রোল পাম্পগুলির রিজার্ভারেও জল ঢুকে গিয়েছে। এসবের পাশাপাশি আবার মালিকদের কমিশন বৃদ্ধি এবং বেশকিছু বিষয়ের দাবী নিয়ে তারা এই ধর্মঘট ডেকেছে বলে জানা গিয়েছে।

X