চাপে পড়ে ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়াতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড, দেখে নিন নতুন বেতন কাঠামো

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েক বছর ধরেই পাকিস্তানি ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে সরব হতে দেখা গিয়েছে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার সহ বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটারদের। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ঘরোয়া ক্রিকেটের একেবারেই দেখেন না এমনই অভিযোগ উঠেছে বারবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। অবশেষে চাপের মুখে পড়ে পাকিস্তানি ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি 2019-20 অর্থ বর্ষের তুলনায় এক ধাক্কায় 7 শতাংশ বেতন বৃদ্ধি করলো ঘরোয়া ক্রিকেটারদের।

43039827ce174c17bc1ab5d04be1b2d5c10ddb22cca42336a64a94ea223bd4ccf0291ba

   

ওয়াসিম আক্রম থেকে শুরু করে শাহিদ আফ্রিদি, শোয়েব শোয়েব আক্তার সকলেই পাকিস্তানি ক্রিকেটারদের বেতন বাড়ানো নিয়ে সরব হয়েছিলেন। এবার সেই চাপে পড়ে পাকিস্তানি ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার থেকে পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় টাকায় সর্বাধিক 66,000 হাজার টাকা করে মাসিক বেতন পাবেন।

এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকেও এই কথা স্বীকার করে নেওয়া হয়েছে যে আগে পাকিস্তানি ডোমেস্টিক ক্রিকেটার খুবই কম বেতন পেতেন। তবে এবার থেকে তাদের বেতন বাড়ানো হল বলেও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এক নজরে দেখে নেওয়া যাক 2020-21 অর্থবর্ষে পাকিস্তানি ঘরোয়া ক্রিকেটারদের বেতন এর অঙ্ক ভারতীয় টাকায়:
A+ ক্যাটাগরি- এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত 10 জন ক্রিকেটার মাসিক 66 হাজার টাকা করে বেতন পাবেন।

A ক্যাটাগরি- এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত 38 জন ক্রিকেটার মাসিক 37 হাজার টাকা করে বেতন পাবেন।

B ক্যাটাগরি- এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত 48 জন ক্রিকেটার মাসিক 33 হাজার টাকা করে বেতন পাবেন।

C ক্যাটাগরি- এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত 72 জন ক্রিকেটার মাসিক 28 হাজার টাকা করে বেতন পাবেন।

D ক্যাটাগরি- এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত 24 জন ক্রিকেটার মাসিক 17,500 টাকা করে বেতন পাবেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর